কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ১ মে ছুটির দিন। প্রচার কর্মসূচি চলছে চুটিয়ে।  সারা বাংলার সঙ্গে কলকাতা উত্তর কেন্দ্রেও চলছে জোরকদমে প্রচার।  একদিকে তৃণমূলের হয়ে ব়্য়ালি করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে বিজেপির হয়ে ভোট প্রচারে তাপস রায়। দুজনেই হেভওয়েট। টক্কর হবে জোরদার, এমনটাই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের। এরই মধ্যে উত্তর কলকাতায় এক নেতার সঙ্গে মঞ্চে তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি তৃণমূল প্রার্থীর প্রচারে থাকবেন, এমনটাই মনে হওয়া স্বাভাবিক। কিন্তু তা না করে তিনি রইলেন বিজেপি প্রার্থীর সঙ্গে। একই মঞ্চে। 


পয়লা মেয়ে। ছুটির সকালের ছবি। ভোটপ্রচার জমজমাট। তারই মধ্যে এক মঞ্চে দেখা গেল তাপস রায় ও কুণাল ঘোষকে। এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ হলেন তৃণমূলের কুণাল ঘোষ। তাপস যাতে তৃণমূলে থাকেন তার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন কুণাল। দল-ছাড়ার দিনও তাপসের বৌবাজারের বাড়িতে ছুটে গিয়েছিলেন তিনি। বলেছিলেন, দাদা-ভাইয়ের মধ্যে যেমন কথা হয়, তেমনই কথা হয়েছে। কিন্তু কুণালদের অনুরোধ রাখতে পারেননি তাপস। তিনি যোগ দেন বিজেপিতে। 


তারপর ফের এক মঞ্চে দেখা গেল তাপস রায় ও কুণাল ঘোষকে। মঞ্চে ছিলেন অন্যান্য বিজেপি নেতাও। সেখানে দাঁড়িয়েই কুণাল ঘোষ বললেন, 'একটিও ছাপ্পা ভোট নয়, মানুষকে সিদ্ধান্ত নিতে দিন'। তাপস রায়কে পাশে বসিয়ে বললেন কুণাল ঘোষ। 


প্রসঙ্গত, কুণাল ঘোষের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের 'দূরত্ব' বহুচর্চিত। মাস ২ আগে,  তৃণমূলের দু'টি পদে ইস্তফা দিয়ে  সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করেন কুণাল ঘোষ।সাম্প্রতিক অতীতে একাধিকবার সুদীপের বিরুদ্ধে সরব হয়েছিলেন কুণাল। কখনও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি দাবি করেছেন। কখনও বিজেপির লোক বলে আক্রমণ করেছেন। আদি-নব্য দ্বন্দ্বের পর, তাপস রায়ের দলত্যাগের প্রেক্ষাপটে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের প্রকাশ্য়ে সরব হন কুণাল ঘোষ। পরে সুদীপের আমন্ত্রণে তাঁর বাড়িতে চা খেতে যান কুণাল। পরে ইফতার পার্টিতেও তাঁদের দু-জনকে দেখা যায় পাশাপাশি। কিন্তু বুধের সকালে তিনি সুদীপের ব়্যালিতে নয়, রইলেন তাপসের সঙ্গে।  


উল্লেখ্য, কিছুদিন আগেই কুণাল ঘোষ দাবি করেন, কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূলকে সাহায্য় করছেন সেখানকার বিজেপি সভাপতি । পাল্টা কুণাল ঘোষের বিরুদ্ধেও আবার বিজেপিকে সাহায্য় করার অভিযোগ তোলেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ। এখন উত্তর কলকাতার মানুষ তাঁদের প্রতিনিধি হিসেবে কাকে বেছে নেন, সেটাই দেখার।  


আরও পড়ুন :


শনিবার বিকেল থেকেই ঘনাবে মেঘ ? বড় সুখবর আবহাওয়া দফতরের