ঝিলম করঞ্জাই, কলকাতা: আরও কমল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায়  রয়েছে ঝড়বৃষ্টির সম্ভবনা। জানাল আলিপুর আবহাওয়া দফতর।                       

  


৪৮ ঘণ্টার মধ্যে ২ ডিগ্রি কমল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। এরই মধ্যে একটানা তাপপ্রবাহের পর অবশেষে আশার আলো দেখিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি।


আবহাওয়া দফতর সূত্রে খবর, তাপপ্রবাহের প্রথম পর্ব শেষ হয়েছে ৫ মে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সোমবার থেকে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কিছুটা বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ।


উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুর, কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। সোমবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও দুই ২৪ পরগনায় হতে পারে ভারী বৃষ্টি। সমুদ্র উত্তাল হতে পারে বলে, সোম ও মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 


আরও পড়ুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা,মহিলাদের সম্মানহানির অভিযোগে FIR


আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় বলেন, আগামীকাল থেকে বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। ফলে তাপমাত্রা কমবে জেলাগুলির। বৃষ্টি বাড়বে সোমবার থেকে।                                                                                  


আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পঙে বজ্র বিদ্যুৎ সহবৃষ্টির পাশাপাশি,  ৩০-৪০ কিমি বেগে ঝড়বৃষ্টির সম্ভবনা রয়েছে।                                                                          



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে