হাজিপুর: ১০ বছরের শাসনকালে তাঁর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গরিবদের টাকা যারা চুরি করেছে, সেই সমস্ত চোরেদের ঘরে হানা দিয়ে ২২০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সোমবার দেশে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ (Loksabha Elections 2024 Phase 4) চলাকালীন, বিহারের হাজিপুরে এনডিএ প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বক্তব্য কারতে গিয়ে কংগ্রেস (Congress), আরজেডি (RJD) ও ইন্ডিয়া জোটে (India Alliance) থাকা বিরোধী রাজনৈতিক দলগুলিকে তীব্র আক্রমণ করেন তিনি।


অতীতের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী মোদি বলেন,"যখন আরজেডি ও কংগ্রেসের লোকেরা কেন্দ্রে সরকার ছিল তারা ১০ বছরে মাত্র ৩৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল। এদিকে গত ১০ বছরে মোদি যে সমস্ত চোরেরা গরিবদের টাকা লুট করেছে তাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে। তাতে ২২০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে মোদি। যদি ওই টাকাগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে ৭০টি ছোট লরি লাগবে। আসলে কংগ্রেস ও আরজেডির কাছে আপনাদের কোনও গুরুত্ব নেই। কিন্তু, নিজেদের ভোট ব্যাঙ্কের আছে। যে লোকটা বিহারে জঙ্গল রাজ প্রতিষ্ঠা করেছিল। যে পশুখাদ্য দুর্নীতিতে আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সে মুসলিমদের সংরক্ষণ দিতে চাইছে। আর সেটা খুবই জটিল সংরক্ষণ। তারা দলিত, পিছিয়ে পড়া জাতি ও আদিবাসীদের সংরক্ষণ মুসলিমদের দিতে চাইছে। আরজেডি ও কংগ্রেস বিহারকে এগিয়ে নিয়ে যেতে চায় না। ওরা নিজেদের সন্তানদের ভবিষ্যৎ তৈরি করতেই সচেষ্ট রয়েছে। ওরা আপনাদের সন্তানদের বিষয়ে কোনও গুরুত্ব দেবে।"






আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমাকে চোর বলতে কোটি কোটি খরচ করতে হচ্ছে’, সরাসরি মোদিকে নিশানা মমতার


কংগ্রেস ও আরজেডিকে ভোট দেওয়া মানে সেটা নষ্ট করার সামিল বলেও সোমবার মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এপ্রসঙ্গে বলেন, "যদি কেউ ভুল করে আরজেডি, কংগ্রেস বা ইন্ডিয়া জোটের পক্ষ বোতাম টেপেন তাহলে তাঁর ভোট নিশ্চিত নষ্ট হবে। বিহারের মানুষরা বুদ্ধিমান। তাই সরকার গঠনের জন্য আপনার ভোট দিন, দেশকে গড়তে আপনার ভোট দিন, ভোট দিন আপনার ভবিষ্যতের জন্য।" 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।