কলকাতা: বাংলার মাটি থেকে গ্যারান্টি দিচ্ছি, যারা দুর্নীতি করে টাকা জমিয়েছে, ED তাদের প্রায় ৩ হাজার কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করে রেখেছে। সেই টাকা গরিবদের ফেরাতে আইনি পরামর্শ নিচ্ছি। ভোটের প্রচারে ধূপগুড়ির জনসভা (Loksabha Election 2024) থেকে আজ এই প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।
টাকা ফেরানোর প্রতিশ্রুতি: আগে বলেছিলেন টেলিফোনে কথোপকথনে। আর এবার জনসভায়। রবিবার জলপাইগুড়িতে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ED'র অ্যাটাচ করা ৩ হাজার কোটি টাকা গরিবদের ফেরত দিতে আইনি পরামর্শ নিচ্ছেন তিনি। এদিন প্রধানমন্ত্রী বলেন, “আমি আজ বাংলার মাটি থেকে গ্যারান্টি দিচ্ছি যে, যারা দুর্নীতি করে টাকা জমিয়েছে, ইডি প্রায় ৩ হাজার কোটি টাকা, তাঁদের সম্পত্তি অ্যাটাচ করে রেখেছে। ৩ হাজার কোটি টাকা। আমি পরামর্শ নিচ্ছি। শিক্ষক নিয়োগে যে গরিব লোকের টাকা গেছে, সরকারি চাকরিতে গরিব লোকের চাকরি গেছে। যারটা স্পষ্ট থাকবে যে এর থেকে পয়সা নেওয়া হয়েছে, এই যে ৩ হাজার কোটি টাকা অ্যাটাচ করেছে, আমি এই গরিবদেরকে ফেরত দেব।’’
গত ২৭ মার্চ, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজপরিবারের সদস্যা অমৃতা রায়কে ফোন করে প্রথম এই কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, “বাংলার মানুষ এটা বিশ্বাস করতে পারে, এই যে ৩ হাজার কোটি টাকা ED অ্যাটাচ করেছে, ওই ৩ হাজার কোটি টাকা বাংলার গরিবের টাকা। আর সেই টাকা তাঁদের ফেরাতে আমি কোনও না কোনও রাস্তা খুঁজবই। নতুন সরকার তৈরির পরেই। যা আইনি ব্যবস্থা নেওয়ার নিতে হবে, কোনও নিয়ম বানাতে হতে পারে। এই যে ৩ হাজার কোটি টাকা রয়েছে যেটা গরিব মানুষের অর্থ। যারাই এই অর্থ ঘুষ হিসেবে দিয়েছে, তাদের সবার কাছে আমি এই টাকা ফিরিয়ে দিতে চাই।’’
কিন্তু ৩ হাজার কোটি টাকা কতজনকে দেওয়া হবে? এক একজন কত টাকা করে পাবেন? প্রধানমন্ত্রীর আশ্বাসের পর যখন এই প্রশ্ন উঠতে শুরু করে, তখন মোদির বিরোধিতায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে তৃণমূল নেত্রী প্রশ্ন করেন, “কত পাবে জনগণ ওই টাকা তুললে? ২১ টাকা করে। ২১ টাকা চাই না নিজেকে বাঁচাতে চাই?’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Narendra Modi: 'গরিবের জন্য টাকা পাঠিয়েছে কেন্দ্র, আর সেই টাকা লুঠ করেছে TMC' আক্রমণ মোদির