কলকাতা: সিএএ থেকে সংরক্ষণ, বাংলায় প্রচারে এসে ৫ গ্যারান্টি ঘোষণা করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। চতুর্থ দফা ভোটের (Loksabha Election 2024) আগে ফের রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। এদিন ভাটপাড়ায় ভোটপ্রচারে যান তিনি। আর সেখান থেকে ৫ গ্যারান্টির ঘোষণা করেন তিনি।
৫ গ্যারান্টি ঘোষণা: এদিন প্রধানমন্ত্রী বলেন, "আজ আমি, তৃণমূল হোক বা কংগ্রেস বা ইন্ডি-জোট যেই হোক, জোর গলায় বাংলাকে ৫ গ্যারান্টি দিচ্ছি। এক, যতদিন মোদি আছে, ধর্মের নামে সংরক্ষণ হবে না। দুই, যতদিন মোদি আছে, SC, ST, OBC সংরক্ষণ কেউ বন্ধ করতে পারবে না। তিন, যতদিন মোদি আছে, রামনবমী পালন করতে, ভগবান রামের পূজা করা থেকে কেউ আপনাদের রুখতে পারবে না। চার, যতদিন মোদি আছে, রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের যা সিদ্ধান্ত, তা কেউ বদল করতে পারবে না। পাঁচ, যতদিন মোদি আছে CAA-কে কেউ আটকাতে পারবে না। মোদির গ্যারান্টি হল, গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: আগামীকাল চতুর্থ দফার ভোট, মোতায়েন ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী