কলকাতা: একের পর এক চমক দিয়ে প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল (TMC Candidate List)। ৪২ জনের মধ্যে প্রথমবার ভোটের লড়াইয়ে নেমেছেন এমন নামও রয়েছে একাধিক। যাঁর মধ্যে অন্যতম তারকা প্রার্থী সায়নী ঘোষও (Saayoni Ghosh)। প্রথমবার নির্বাচনী (Loksabha Election 2024) লড়াইয়ে নামলেও জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী তিনি।
কী বললেন সায়নী ঘোষ?
টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ। অভিনেত্রীর পাশাপাশি এখন তিনি যুব তৃণমূল নেত্রীও। রাজনীতির ময়দানে নেমেছেন কয়েকবছর আগে। তৃণমূলের মিছিল থেকে সভায় উপস্থিত থেকেছেন বরাবরই। এবার ভোটের লড়াইয়ে। যাদবপুর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। এদিন সায়নী ঘোষ বলেন, "আমার মনে হয়, ২০২১-এর নির্বাচনে আগে যেমন বাংলার মানুষ বলেছিল, বাংলা নিজের মেয়েকে চায় ২০২৪ সালে যাদবপুরও সেটাই বলবে যে যাদবপুর নিজের মেয়েকেই চায়। চিন্তার বিষয় কোনও কিছু নেই। একটা নির্বাচনে তৃণমূল, বাম, কংগ্রেস, বিজেপি নিজের প্রার্থী দেবে। জনগণের রায় হচ্ছে শেষ কথা। আমি তিন বছর ধরে সংগঠন করছি। অভিনেত্রী কম সভানেত্রী বেশি হয়ে গিয়েছি। মানুষ সেইভাবে আমায় চেনে। ৩টে সিনেমা করেছি। তিনশোর বেশি সভা করেছি। মনে হয় না মানুষের কোনও দুশ্চিন্তা আছে যে তাঁরা আমাকে পাশে পাবেন না। আমি কাজ করব তাঁরা যেন নিশ্চিন্ত থাকেন।''
২০১৯-এ যাদবপুর থেকে, তৃণমূলের টিকিটে জেতেন টালিগঞ্জের অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান বলে আগেই জানিয়েছিলেন তিনি। ফেব্রুয়ারি মাসে সরকারি কমিটি থেকে পদত্যাগ করেন মিমি। সেই সঙ্গে সংসদের স্ট্যান্ডিং কমিটির সদস্যপদ থেকেও ইস্তফা দেন। সংসদে শিল্পবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন মিমি। পাশাপাশি কেন্দ্রীয় শক্তি মন্ত্রক এবং পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্যও ছিলেন। সূত্রের মারফত জানা যায়, চিঠি লিখে সেই পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। এর আগে স্বাস্থ্য দফতরের প্রধান সচিবকে চিঠি লিখে মিমি চক্রবর্তী জানিয়েছেন, ভাঙড় ২ নম্বর ব্লকের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। এরপর গত মাসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন মিমি চক্রবর্তী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: 'দিদি বলেছিলেন তোমাকে আমার পাশে থাকতে হবে' ভোটের লড়াইয়ে নেমে বললেন রচনা