কলকাতা: চমক দিয়ে প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূলপ্রার্থী (TMC Candidate List)। যেখানে রয়েছে একাধিক নতুন মুখ। ২৬ জনের এই নতুন মুখের তালিকায় রয়েছেন দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) নামও। ভোটের লড়াইয়ের ময়দানে যিনি এই প্রথমবার নামলেন। তমলুকের প্রার্থী হচ্ছেন তিনি। প্রার্থীতালিকা ঘোষণা হতেই শান্তিপূর্ণ ভোটের বার্তা দেন দেবাংশু ভট্টাচার্য।
কী বললেন তমলুকের প্রার্থী?
এদিন দেবাংশু ভট্টাচার্য বলেন, "সব রাজনৈতিক দল যাঁরা তমলুকে লড়াই করবে তাঁদের উদ্দেশে বলব, একটা শান্তিপূর্ণ, সুষ্ঠ ভোট হোক। তমলুকে আদর্শ ভোট হোক। এটাই চাইব। আমরা কাজের উপর ভোট চাই মানুষের কাছে। একজন সাংসদ হিসেবে তমলুক লোকসভা কেন্দ্রের জন্য কী কাজ করতে পারব মানুষের জন্য সেটা আমার বার্তা থাকবে মানুষের প্রতি।''
আশাবাদী দেবাংশু: দিনকয়েক আগেই বিজেপিতে যোগ দিয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। শোনা যাচ্ছে, তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন তিনি। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় শুরু হয়েছে তাঁর নামে দেওয়াল লিখন। এরই মধ্যে তমলুক কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করল তৃণমূল। এই প্রেক্ষাপটে কী বললেন দেবাংশু? "হালকা উত্তেজনা তো রয়েছেই। জীবনে প্রথম লড়াই লড়ছি এবং সবথেকে বড় লড়াইটা। আমি গোটা রাজ্যে কাজ করেছি। গত বিধানসভা নির্বাচনের যদি জেলা হিসেবে ধরা যায় তাহলে পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি কাজ করেছি। মানুষের গড়, কোনও ব্যক্তি বা পরিবারের গড় হতে পারে না। আমার ধারণা মানুষ স্বাদ বদলাতে চাইছে। আমার উল্টোদিকে যেসব দলের প্রার্থী থাকবেন তাঁদের জন্যও শুভেচ্ছা থাকবে। দুদিন আগে ৬১ বছরের একজন সদ্য রাজনীতিতে যোগ দেওয়া ব্যক্তি বেশি তাড়াতাড়ি মানুষের পাশে দাঁড়াতে পারবেন নাকি ৫ বছর ধরে রাজনীতির ময়দানে কিছু কিছু করে শিক্ষা নিয়ে ২৮ বছরের যুবক দ্রুত দৌড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন? এই বিচারটা তমলুকের মানুষের উপর ছেড়ে দেওয়া ভাল।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।