আমদাবাদ: আইপিএলের প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্য়াচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। আজ আমদাবাদের নরেন্দ্রে মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) খেলতে নামবে ২ দল। কেকেআরের আগের ম্য়াচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ছিল। কিন্তু সেই ম্য়াচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। ফলে ঝুলিতে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে থেকেই প্লে অফে খেলতে নামবে আজ। অন্যদিকে সানরাইজার্স আগের ম্য়াচে পাঞ্জাব কিংসকে হারিয়ে দেওয়ায় তাঁরা দু নম্বরে উঠে এসেছে। তাঁদের ঝুলিতে রয়েছে ১৭ পয়েন্ট। আজ এই দু দলই পরস্পর মুখোমুখি। 


কেকেআর তাঁদের লিগ পর্যায়ের পরপর দুটো ম্য়াচেই মাঠে নামতে পারেনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও বৃষ্টিতে ম্য়াচ ভেস্তে গিয়েছিল। ফলে আজকের ম্য়াচে যেন নারাইন, রাসেল, স্টার্করা মাঠে নামতে পারেন, সেই আশাই রাখবেন নাইট সমর্থকরা। কিন্তু যদি ফের বৃষ্টি নামে, তখন? আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ম্য়াচের সময় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দিনের বেলা বেশ গকম থাকবে। প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এমনকী রাতে সেই তাপমাত্রা হয়ে কমে যায় ৩১ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া বইতে পারে প্রায় ৩৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই প্রায়।


 






এমনিতে কেকেআর ও সানরাইজার্সের মধ্যে যে দল এদিনের ম্য়াচে হেরে যাবে, সেই দল আরও একটি সুযোগ পাবে ফাইনালে খেলার। সেক্ষেত্রে কোয়ালিফায়ার ২ ম্য়াচে রাজস্থান বনাম আরসিবি ম্য়াচের মধ্যে যে দল জিতবে তাঁদের বিরুদ্ধে খেলতে নামবে। অন্যদিকে আজ যে দল জিতবে তারা সরাসরি ফাইনালে উঠে যাবে।


উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স চলতি আইপিএলে লিগ পর্যায়ের খেলায় ১৪ ম্য়াচ খেলে ৯টি ম্য়াচে জয় ও ৩টি ম্য়াচে হেরে গিয়েছে। দুটো ম্য়াচ বৃষ্টির জন্য ভেস্তে যায় তাদের। প্রথম দল হিসেবে চলতি আইপিএলে প্লে অফে পৌঁছেছিল কেকেআর। সানরাইজার্স অন্য়দিকে ১৪ ম্য়াচের মধ্যে ৮ ম্য়াচে জয় ও ৫ ম্য়াচে হেরে যায়। ১৭ পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা। আজ কােন দলের প্লেয়ারদের মুখে হাসি ফোটে, তা দেখার।