বারাণসী:  দেশজুড়ে সোমবার চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। বাকি আরও ৩ দফা। আগামীকাল অর্থাৎ ১৪ মে, মঙ্গলবার উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা আসনে লড়তে মনোনয়ন জমা দিতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ২০২৯ এও শিবক্ষেত্র কাশী থেকেই ভোটে জিতেছিলেন। আর তাঁর মনোনয়ন ঘিরে কার্যত উৎসবনগরীর চেহারা নিতে পারে বারাণসী। মোদির মনোনয়ন পেশ ঘিরে স্থানীয় বিজেপি নেতৃত্ব এক বিরাট আয়োজন করতে চলেছে। 


মনোনয়ন জমা দেওয়ার আগে সোমবার এক  বিরাট এক রোড শো করবেন মোদি । আর তার জন্যই করা হচ্ছে এলাহি আয়োজন। বিজেপি সূত্রের খবর, ১৪ মে মঙ্গলবার উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা আসন থেকে মনোনয়ন জমা দিতে চলেছেন প্রধানমন্ত্রী মোদি ।  প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে কাশীর  অসি ঘাটে যাবেন। এরপর সকাল ১০ টা নাগাদ যাবেন কাশীর দাররক্ষক ভৈরব মন্দিরে। এছড়া এদিনই কাশী বিশ্বনাথ মন্দির, সঙ্কটমোচনের দর্শনও করবেন তিনি।   ।


বাবা কালভৈরবের দরবারে  মঙ্গলবার বিশেষ পুজো হয়। ২০১৪ ও ২০১৯ সালেও মনোনয়নের আগে প্রধানমন্ত্রী মোদি কালভৈরবকে প্রণাম করেই মনোনয়ন পেশ করেছিলেন। বারাণসীর মানুষের বিশ্বাস,এদিন বাবা কালভৈরবের দর্শন ও পুজো করলে আশীর্বাদ পাওয়া যায়।  মন্দিরের মহন্ত নবীন গিরি জানান, বাবা কালভৈরবের অনুমতি ছাড়াকাশীতে কেউ থাকতে পারে না ।  মোদি গঙ্গাকে মা বলে মনে করেন। কাশীর বিশ্বনাথ ও কালভৈরবে র প্রতি তাঁর অটুট বিশ্বাস । এবার কালভৈরবের জন্মদিন মঙ্গলবার।  এদিন এই মন্দিরে বিশাল জন সমাগম হয়। 


আজতক সূত্রে খবর,  প্রধানমন্ত্রীর মনোনয়ন পেশের আগে এদিন কাশীতে বিরাট রোড শো হবে। সূত্রের খবর সেই  কারণে বারাণসী লাফিয়ে বেড়েছে ফুলের চাহিদা।  রঙিন ফুল দিয়ে প্রধানমন্ত্রী মনোনয়ন পেশের রাস্তা সাজানো হতে পারে। রোড শো-এ ফুল বর্ষণ করারও পরিকল্পনা রয়েছে। তাই এখানে ফুলের চাহিদা হঠাৎ এত বেড়ে গিয়েছে যে,জোগান দিতে হিমশিম খাচ্ছেন ফুল ব্যবসায়ীরা।


জানা গিয়েছে, নমিনেশনের আগে  ৫ কিলোমিটার রোড শো হবে। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই নকি ৫ হাজার কেজি গোলাপ ফুল এবং ১০ হাজার কেজি গাঁদা ফুল বিক্রি হয়ে গিয়েছে। সোমবার বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোর আগে সেজে উঠছে বারাণসী। চারিদিকে বসানো হয়েছে ড্রোন ক্যামেরা। হবে লেজার শো। ১ জুন বারাণসীতে ভোট । মোদির মনোনয়ন পেশের আগে থেকেই হেভিওয়েট নেতাদের আনাগোনা শুরু হয়েছে কাশীতে। সোমবার রোডশো ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।