কলকাতা: নির্বাচনের ফল ঘোষণার পর এবার দলীয় কর্মীদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে (Loksabha Election Result 2024) বাংলায় সবুজ ঝড়ের পর নবনির্বাচিত জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিলেন দিলেন তিনি। পাশাপাশি ভোটের এই ফলের জন্য বাংলার মানুষের কাছে ঋণী বলেও উল্লেখ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 


 





উত্তর থেকে দক্ষিণবঙ্গ, দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে যখন একাধিক অভিযোগ উঠছে, তখন দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, "বিজয় মানুষকে বিনম্র ও বিনয়ী করে তোলে। আমি তৃণমূলের নেতা ও সদস্যদের সকলকে অনুরোধ করছি, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তাকে সম্মান করুন। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনাদেশের জন্য মানুষের কাছে ঋণী এবং তাঁদের আরও দায়িত্বশীলভাবে কাজ করা উচিত।''


খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে: রাজ্য়ের ৪২টি লোকসভা আসনের মধ্য়ে শুধুমাত্র মালদা দক্ষিণে জয়ের মুখ দেখেছে কংগ্রেস। সেখানেই এবার কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নিহত কংগ্রেস কর্মী আকমল শেখের পরিবারের দাবি, শনিবার রাতে মানিকচকের গোপালপুরে বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, সেইসময় আকমলকে ঘিরে ধরে কুপিয়ে খুন করে গোপালপুরের তৃণমূলের অঞ্চল সভাপতির আশ্রিত দুষ্কৃতীরা। যদিও, তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদে খুন হয়েছেন ওই কংগ্রেস কর্মী। ঘটনায় অভিযোগ দায়ের হলেও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। প্রতিবাদে কংগ্রেসের মানিকচক থানায় ঘেরাও ঘিরে উত্তেজনা ছড়ায়। 


তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ: ভোট মিটতেই সন্দেশখালিতে বিজেপি কর্মীদের উপর অত্য়াচারের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে রবিবার বেড়মজুরে যান বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার ইনচার্জ অর্চনা মজুমদার। আক্রান্তদের বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি হুঁশিয়ারি দেন ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার। আবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রে তৃণমূল হেরে যাওয়ায় গঙ্গারামপুর পুর এলাকায় জল সরবরাহ, আবর্জনা পরিষ্কার এবং রাস্তার আলো তিন দিন ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠছে। বিজেপির অভিযোগ, বালুরঘাট কেন্দ্রে ফের সুকান্ত মজুমদার জেতায় নাগরিক পরিষেবা বন্ধ করে দিয়েছে তৃণমূল পরিচালিত পুরসভা।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Raniganj Dacoity: ফের ডাকাতদের টার্গেট সোনার দোকান, ভরদুপুরে রানিগঞ্জে সেনকোর শোরুমে ডাকাতি