কলকাতা: দেশজুড়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব (Loksabha Election 2024)। আগামীকাল ফল ঘোষণা। আর ভোট মিটতেই শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসার ঘটনা। খুন, সন্ত্রাস, সংঘর্ষ বাদ যাচ্ছে না কিছুই। এই আবহে ফল প্রকাশের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। জানিয়ে দিলেন ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মোকাবিলায় থাকছে কেন্দ্রীয় বাহিনী। 


ভোট পরবর্তী হিংসা রুখতে কী ব্যবস্থা?


১৯ জুন পর্যন্ত বাংলায় ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আর ভোটের ফল ঘোষণার আগের দিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, 'আমাদের মনে হয় না ভোট পরবর্তী হিংসা হবে। কিন্তু যদি হয়, সেক্ষেত্রে ভোট পরবর্তী হিংসা রুখতে ভোটের পরেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে। কারণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। পশ্চিমবঙ্গে ছাড়াও অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। আমাদের ধারণা পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে ভোট পরবর্তী হিংসা বন্ধ করা যাবে।'


মঙ্গলবার লোকসভা ভোটের গণনা। তারপর রাজ্যে কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং তাকে কীভাবে মোতায়েন করা হবে, এইসব বিষয় নিয়ে রবিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে উচ্চপর্যায়ের বৈঠক হয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, যে কোনও মূল্যে হিংসা রুখে ভোট পরবর্তী পরিস্থিতিকে স্বাভাবিক রাখার বার্তা দেওয়া হয়েছে বৈঠকে।এদিকে ৭ দফার লোকসভা ভোট শনিবার শেষ হলেও বাংলায় ভোটের হাওয়ায় এখনও আতঙ্কের রেশ। গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পরেও বদলানো যায়নি ভোট হিংসার ছবিটা। সপ্তম ও শেষদফার ভোটের দিনই খুন হতে হল নদিয়ার কালীগঞ্জের বিজেপি কর্মীকে। ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার রেশ ছড়িয়ে পড়েছে খাস কলকাতার যাদবপুর থেকে ব্যারাকপুরের ভাটপাড়া-সহ প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কী হবে? নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ১৯ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: আগামীকাল লোকসভা নির্বাচনের ফল ঘোষণা, ৫ দফা দাবি নিয়ে কমিশনে সিপিএম