কলকাতা: লোকসভা নির্বাচনে বাংলায় জয়জয়কার তৃণমূলের (Loksabha Election Result 2024)। শেষ পাওয়া খবর অনুযায়ী বাংলার ২৯টি আসন তৃণমূলের দখলে। বিজেপি ১২টি আসনে এগিয়ে। কংগ্রেস জিতেছে ১টি আসনে। এবারও খাতা খুলতে পারেনি বামেরা। আর তা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সিপিএম লস্ট কেস বলে তোপ দাগেন তিনি।


বামেদের তোপ মমতার: ২০১৯ সালে দুটি আসনে জিতেছিল কংগ্রেস। বামেদের আসন সংখ্যা ছিল শূন্য। এবার কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয় বামেদের। তাতে দেখা যায় একটা আসনে জিতেছে কংগ্রেস। কিন্তু একজনও বাম প্রার্থী জিততে পারেননি। একাধিক আসনে তরুণ প্রার্থী দিয়েও খাতা খুলতে পারল না বামেরা। তা নিয়ে এবার তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে সিপিএম ৩৪ বছর এরাজ্যে শাসন করেছে সেই দল সম্পর্কে এবার লস্ট কেস বলে মন্তব্য করলেন তিনি। 


মমতা-অভিষেকের নেতৃত্বেই আস্থা রেখেছে বাংলার মানুষ। সবুজ ঝড়ে ফিকে হয়ে গিয়েছে মোদি হাওয়া। আর এই ফলের ট্রেন্ড সামনে আসতেই সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্যের মানুষকে অভিনন্দন জানান তিনি। এদিন তৃণমূল নেত্রী বলেন, "এখনও ৪-৫টি জেতা আসনে সার্টিফিকেট দিচ্ছেন না বিজেপির অবজার্ভার। আরও ৩-৪টি আসন পাব আমরা, প্রয়োজনে পুনর্গণনার আবেদন করব। নন্দীগ্রামের পুনরাবৃত্তি তমলুকে, নইলে সেখানেও হারত বিজেপি। বাংলার ওপর সবথেকে বেশি অত্যাচার করেছে বিজেপি। সিবিআই-ইডি-এনআইএ দিয়ে বাংলার ওপর অত্যাচার করেছে। বিজেপির কুৎসার জবাব দিয়েছে সন্দেশখালি। উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও হেরেছে। ২৬ হাজার শিক্ষকের চাকরি খেয়েছে। মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পাননি, আমি খুশি। এবার আর ইচ্ছেমতো আইন করতে পারবে না বিজেপি। এখন নীতীশ-টিডিপির পা ধরছে বিজেপি। নরেন্দ্র মোদি-অমিত শাহের অহঙ্কার চূর্ণ হল। আমাদের অনেক নেতা-কাউন্সিলরদের হুমকি দিয়েছে বিজেপি। অনেককে টাকা দিয়েও কেনার চেষ্টা করেছে। এটা ইন্ডিয়া জোটের জয়, দেশের মা-বোনেদের জয়। নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত মোদি-শাহের। ক্ষমতায় না থাকলে এইটুকু আসনও পেত না বিজেপি। অবিলম্বে সব রাজ্যকে তার বকেয়া টাকা ফেরত দেওয়া হোক। ইন্ডিয়া জোটকে সমর্থন করছি। যারা ইন্ডিয়া জোটে আসতে চায়, তাদেরও সমর্থন করছি। ইডি-সিবিআইয়ের মামলা থেকে বাঁচতে বিজেপিতে যোগ দেবেন না।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election Result 2024: উলটপুরাণ! শাহের বেঁধে দেওয়া টার্গেট ছুঁল তৃণমূল, অর্ধেকও পেরোল না বিজেপি