টঙ্ক: মঙ্গলবার রাজস্থানের টঙ্কে (Tonk) নির্বাচনী জনসভা করতে গিয়ে কংগ্রেসের (Congress) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সংবিধানকে অমান্য করে ২০০৪ সালে অন্ধ্রপ্রদেশে তপসিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত কোটা (SC/ST reservations) কমিয়ে সেখানে মুসলিম (Muslims) সম্প্রদায়ের মানুষদের সংরক্ষণ দেওয়ার চেষ্টা কংগ্রেস করেছিল বলে দাবি করেন তিনি।
এপ্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, "বাবাসাহেব আম্বেদকর সংরক্ষণের অধিকার দিয়েছিলেন দলিত, পিছিয়ে পড়া জাতি ও আদিবাসীদের। কিন্ত, কংগ্রেস এবং ইন্ডিয়া জোট ধর্মের ভিত্তিতে মুসলিমদের সেই সংরক্ষণ দিতে চেয়েছিল। এর মাধ্যমে কংগ্রেস পার্টি এই দেশের সংবিধানের সঙ্গে খেলতে চেয়েছিল। সংবিধান যখন লেখা হচ্ছিল তখন ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরোধিতা করা হয়। তাই তপসিলি জাতি, উপজাতি ও ওবিসি সম্প্রদায়ের মানুষরা নিরাপত্তা পেয়েছিলেন। কিন্তু, প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং বলেছিলেন দেশের সম্পদের উপর প্রথম অধিকার রয়েছে মুসলিমদের। এটাই ছিল তাঁর বিবৃতি। কংগ্রেস সবসময় তোষণ ও ভোট ব্যাঙ্কের রাজনীতি করে এসেছে।"
তিনি আরও বলেন, "২০০৪ সালে কংগ্রেস দেশের ক্ষমতায় আসার পরে প্রথমেই অন্ধ্রপ্রদেশে তপসিলি জাতি ও উপজাতির মানুষদের সংরক্ষণের কোটা কমিয়ে সেখানে মুসলিম সম্প্রদায়কে সংরক্ষণ পাইয়ে দেওয়া চেষ্টা করেছিল। এটা তাদের একটা পাইলট প্রোজেক্ট ছিল যেটা তারা গোটা দেশে করতে চেয়েছিল। ২০০৪ থেকে ২০১০ সালের মধ্যে। অন্ধ্রপ্রদেশে চারবার এই চেষ্টা চালিয়েছিল কংগ্রেস। কিন্তু, আইনি বাধা ও সুপ্রিম কোর্টের নজরদারির জন্য তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ২০১১ সালে শেষ পর্যন্ত গোটা দেশে এই চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয় তারা। আসলে কংগ্রেস আগাগোড়াই তোষণ ও ভোট ব্যাঙ্কের রাজনীতি করে এসেছে। এর জন্য তারা তপসিলি জাতি ও উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ের মানুষদের অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল। এভাবে সংবিধান মূল উদ্দেশ্যকে আঘাত হানতে চেয়েছিল। কারণ কোনওদিন সংবিধানকে গুরুত্ব দেয়নি কংগ্রেস।"
আরও পড়ুন: Biryani Blunder: শ্রীরামের ছবি দেওয়া প্লেটে বিরিয়ানি বিক্রি ঘিরে উত্তেজনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।