মুম্বই: সোমবার মুম্বইয়ের (Mumbai) এক কলেজের বিশেষ অনুষ্ঠানে হাজির সমস্ত দর্শক যেন পিছিয়ে গেলেন ৩৬ বছর। সোমবার এখানেই পুনরায় মুক্তি পেল জনপ্রিয় হিন্দি গান 'পাপা কহতে হ্যায়' ('Papa Kehte Hain' Relaunch)। সময় যেন থমকে রইল সেই সাড়ে তিন দশক আগেই।


'পাপা কহতে হ্যায়' গানের রিলঞ্চ, স্মৃতির সাগরে ভাসলেন আমির খান, উদিত নারায়ণ


মুক্তির অপেক্ষায় রাজকুমার রাও (Rajkummar Rao) অভিনীত 'শ্রীকান্ত' (Shrikanth)। সেই ছবির অংশ হিসেবেই রিলঞ্চ করা হল আইকনিক এই গান, 'পাপা কহতে হ্যায়'। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড অভিনেতা আমির খান (Aamir Khan), এবং ১৯৯০-এর সময়ের নেপথ্যকণ্ঠে 'একচেটিয়া সম্রাট' প্রবীণ সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ (Udit Narayan)। স্মৃতি সরণি বেয়ে হাসি-ঠাট্টা মজায় মনে করলেন ফেলে আসা দিনগুলিকে। 


এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উদিত নারায়ণ বলেন, 'আমরা 'কয়ামত সে কয়ামত তক' ছবির গোটা টিম সেই সময়ে ইন্ডাস্ট্রিতে সবে শুরু করছি। বিশেষ করে আমি ভীষণ নার্ভাস ছিল এবং মনে হয়েছিল যে এই গানটা যদি সাফল্য না পায়, তাহলে আমি আমার মালপত্র বাঁধব এবং নিজের শহরে ফিরে যাব।' সেই প্রসঙ্গ টেনেই আমির খান বলে ওঠেন, 'আর আমাকে দেখে তো ওঁর নিশ্চয়ই মনে হয়েছে, 'এ হিরো হলে নিশ্চিত মালপত্র গুটিয়ে ফেরত যেতে হবে'।'


৩৬ বছর পর, এই দুই ব্যক্তির ক্ষেত্রেই দৃশ্যপট সম্পূর্ণ বদলে গিয়েছে। একজন বলিউডের প্রথম সারির তারকা অভিনেতাদের অন্যতম, যাঁর ঝুলিতে রয়েছে একের পর এক ছকভাঙা, রেকর্ড ভাঙা ব্যবসা করা সিনেমা, অন্যদিকে অপরজন ১৯৯০-এর সময়ের একটা গোটা প্রজন্মকে তাঁর মন ভোলানো কণ্ঠে অগুন্তি হিট গান দিয়ে মোহিত করে রেখেছিলেন। তাঁর সঙ্গে অবশ্যই সেই সময়ে অপর খ্যাত গায়ক কুমার শানুর নাম না নিলেই নয়। তবে বিগত প্রায় ৪ দশক ধরে উদিত নারায়ণের সেই মধু ঝরানোর কণ্ঠের বিশেষ পরিবর্তন দেখতে পান না অনুরাগীরা।


সোমবার আমির-উদিত জুটিকে একসঙ্গে মঞ্চে 'পাপা কহতে হ্যায়' গানের লঞ্চ অনুষ্ঠানে দেখে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি, কারণ এটি এমন একটি গান যা এক কথায় দুই তারকাকে লঞ্চ করেছিল। 


আরও পড়ুন: Chanchal Chowdhury: মিমি-শাকিবের সঙ্গে 'তুফান' ছবিতে যোগ দিলেন চঞ্চল চৌধুরী, দেখা যাবে 'বিশেষ' চরিত্রে


অবশ্যই প্রত্যেকের জীবনে একটা না একটা 'পাপা কহতে হ্যায়' মুহূর্ত থাকে। রাজকুমার রাও ব্যতিক্রম নন। তিনি জানান যে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হওয়ার জন্য তিনি এই গানটি শুনতেন, যখন গুরগাঁওয়ে নিজের বাড়ি ও থিয়েটার ইনস্টিটিউটে সাইকেল নিয়ে যাতায়াতের সময়। 'শ্রীকান্ত' ছবির জন্য এই জনপ্রিয় গানটিকে নতুন করে তৈরি করেছেন সঙ্গীত পরিচালক আদিত্য দেব। উদিত নারায়ণকে একটি ছোট অংশ রি-রেকর্ড করতে অনুরোধ করেন তিনি, যা একটি টেকেই রেকর্ড করেন প্রতিভাবান শিল্পী। প্রেক্ষাগৃহে 'শ্রীকান্ত' মুক্তি পাবে ১০ মে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।