নয়াদিল্লি: ভগবান শ্রীরামচন্দ্রের (Lord Ram) ছবি ছাপানো প্লেটে বিরিয়ানি (Biryani) বিক্রির জেরে উত্তেজনা ছড়াল উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) জাহাঙ্গীরপুরী এলাকায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই বিরিয়ানির দোকান থেকে রামের ছবি দেওয়া দুটি ডিসপোজাল প্লেট বাজেয়াপ্ত করেছে। বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে।
রবিবার স্থানীয় হিন্দু সংগঠনগুলির পক্ষ থেকে বিষয়টি প্রথমে লক্ষ্য করা হয়। তারপরই এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে। জাহাঙ্গীরপুরীর ওই বিরিয়ানির দোকানের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। তাতে দেখা যায়, একটি বিরিয়ানির দোকানের সামনে প্রচুর ভিড় জমে গেছে। সবাই লক্ষ্য করছে কীভাবে দোকানদার রামের ছবি ছাপানো ডিসপোজাল প্লেটে বিরিয়ানি খেতে দিচ্ছে ক্রেতাদের। আর ক্রেতারা বিরিয়ানি খেয়ে সেই প্লেট ফেলে দিচ্ছে ডাস্টবিনে। বিষয়টি ভালোভাবে লক্ষ্য করার পরেই স্থানীয় হিন্দু সংগঠনের সদস্যরা চেপে ধরেন ওই বিরিয়ানি বিক্রেতাকে। তাঁদের পূজিত দেবতার ছবি দেওয়া প্লেটে কেন বিরিয়ানি বিক্রি করা হচ্ছে তা জানতে চান। এভাবে মানুষের ভাবাবেগ আঘাত করে কী লাভ হচ্ছে তারও উত্তর চান।
বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি ওই বিরিয়ানির দোকান থেকে ভগবান রামের ছবি ছাপানো দুটি প্লেটও উদ্ধার করে। পরে ঘটনাটির তদন্ত চলছে বলে জানান এক পুলিশ আধিকারিক।
ইতিমধ্যে এইভাবে বিরিয়ানি বিক্রির ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ। সন্দীপ নামে একজন টুইটারাট্টি ঘটনাটির তীব্র প্রতিবাদ করে টুইট করেন, "ওই দোকানদার ইচ্ছা করেই এই কাজ করেছে। ও নিজেও জানে বিষয়টি ভুল, কিন্ত তারপরও ভগবান রামের ছবি দেওয়া প্লেটে বিরিয়ানি পরিবেশন করে যাচ্ছে।"
শিল্পা নামে একজন টুইট করেন, "দিল্লির জাহাঙ্গীরপুরীতে ভগবান রামের ছবি দেওয়া প্লেটে বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে। হিন্দু সংগঠনগুলির চোখে এই ঘটনা পড়তেই তারা পুলিশকে খবর দেয়। তারা দেখতে পায় বিরিয়ানি খাওয়ার জন্য প্লেটগুলো ব্যবহার করার পরে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। দয়া করে দোকানের মালিকের নাম জিজ্ঞাসা করবেন না।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।