মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ভোট পরবর্তী হিংসার (WB post poll violence) শিকার হল এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। শনিবার সন্ধ্যায় দুর্গাপুরে তাদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) বিরুদ্ধে। এর জেরে জখম হয়েছে ABVP-র বেশ কয়েকজন সদস্য। এই বিষয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নিউ টাউনশিপ থানায়। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। 


এবিভিপির অভিযোগ, শনিবার বিকেলে দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির অন্তর্গত পাম্প হাউসের কাছে বসে চা খাচ্ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। তখনই আচমকা কুড়িটি বাইকে করে তৃণমূল ছাত্র পরিষদের আশ্রিত দুষ্কৃতীরা এসে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়। তাদের বেধড়ক মারধরের ফলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাঁকসার নগর সভাপতি সোহম রক্ষিত সহ বেশ কয়েকজন কর্মী জখম হয়। আক্রমণের পর জয় বাংলা ও খেলা হবে স্লোগান দিতে দিতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যায় বলে দাবি করে আক্রান্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীদের। থানায় গেলে পুলিশ লিখিত অভিযোগ থেকে তৃণমূল ছাত্র পরিষদের নামটা তুলে নিতে বলে আক্রান্তদের অভিযোগআরো।


আরও পড়ুন: Suvendu Attacks Mamata: "৪০ লাখ ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল", মমতাকে পাল্টা জবাব শুভেন্দুর


আর এতেই ক্ষোভ প্রকাশ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,"দিলীপ ঘোষ হেরে যাওয়ার পর থেকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরও বেড়েছে। জেলা নেতৃত্ব কোনও খোঁজ নিচ্ছে না। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বটা অনুভব করুন। গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়ুন। নিজেদের মধ্যে মারামারি করে তৃণমূলকে দোষারোপ করবেন না।"


প্রসঙ্গত উল্লেখ্য, ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে রাজ্যের শাসকদলের তরফে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: West Bengal Post Poll Violence: 'অত্যাচারের মাত্রা এত বেড়ে গেল', ডায়মন্ড হারবারে বিজেপির ক্যাম্পে আশ্রয় ঘরছাড়া কর্মীদের !