কলকাতা: মঙ্গলবার ফল ঘোষণা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024)। প্রায় দেড়মাস ধরে সাত দফায় ভোটগ্রহণ হয়েছে ভারতের ৫৪৩টি লোকসভা কেন্দ্রে। এতে লড়াই করেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আজ তাঁদের সবার ভাগ্য নির্ধারণ হবে। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের এই পরীক্ষায় পাশ করে কেউ কেউ যখন নিজেদের অনুগামীদের সঙ্গে আনন্দ উচ্ছ্বাসে মাতবেন তখন কারও চোখে দেখা যাবে পরাজয়ের অশ্রু। 


ভোটগ্রহণের মতো ফলাফল প্রকাশের দিনও অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। তার জন্য দেশের বিভিন্ন প্রান্তে থাকা ভোটগণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি চালানো হচ্ছে নজরদারিও। নির্বাচনী প্রক্রিয়া ভালোভাবে মিটে যাওয়ার পর এখন পাখির চোখ হিসেবে গণনার বিষয়টির উপরই নজর রাখছে তারা।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের ৫৫টি গণনা কেন্দ্রের জন্য সেন্ট্রাল আর্মড ফোর্স মোতায়েন করা হয়েছে মোট ৯২ কোম্পানি।  পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের ৫৫টি কেন্দ্রে ভোট গণনা হবে। ওই সেন্টারগুলির ৪১৮টি কাউন্টিং রুমে ভোট গণনার প্রক্রিয়া চলবে। যাতে কাউন্টিং টেবিল থাকবে ৪ হাজার ৯৪৪টি। আর ৫৫টি গণনা কেন্দ্রগুলিতে মোট গণনার রাউন্ড হবে গড়ে ১৭টি।  যার মধ্যে সবথেকে কম তিন রাউন্ড ও সবথেকে বেশি রাউন্ড হবে ২৩টি । 


প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটগণনা কেন্দ্রগুলি ত্রিস্তরীয় নিরাপত্তা মোতায়েন থাকবে। আর এই নিরাপত্তার একদম মূল জায়গাটি দেখাশোনা করবে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। এর জন্য প্রতিটি গণনা কেন্দ্রে এক কোম্পানি করে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স রাখা থাকবে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার দ্বিতীয় ও তৃতীয় স্তরে থাকবে রাজ্য পুলিশ। যাদের মধ্যে কেন্দ্রীয় স্বশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদেরও রাখা হবে। 


ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন যে কোনওভাবে রাজ্য পুলিশের কোনও সদস্য যেন নিরাপত্তা ব্যবস্থার একদম মূল পর্যায়ে থাকতে না পারে। 


প্রশাসন সূত্রে জানা গেছে, গণনা কেন্দ্রগুলির ২০০ মিটার এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিটি গণনা কেন্দ্রের বাইরে ও ভিতরে লাগানো থাকবে ক্লোজ সার্কিট সিসিটিভি। সিসিটিভিগুলির ফুটেজ সংরক্ষণ করা রাখা হবে যাতে পরবর্তীকালে কোনও সমস্যা দেখা গেলে এইগুলি থেকে আসল বিষয়টি পরিষ্কার হয়।


সিপিএমের পক্ষ থেকেও নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে যাতে কোনও অবস্থাতেই ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে কেউ গণনা কেন্দ্রগুলির মধ্যে প্রবেশ করতে পারে। এর পাশাপাশি কাউন্টিং এজেন্টদের নিরাপত্তার বিষয়টিও কমিশনকে সুনিশ্চিত করার জন্য আবেদন জানিয়েছে তারা। 


প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের পাশাপাশি ভোট গণনা হবে মুর্শিদাবাদের ভগবানগোলা ও বরানগর বিধানসভা উপনির্বাচনেরও।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Lok Sabha Election Results 2024: দিল্লি যাবে কার দখলে? এই বঙ্গের ৪২-এ পাল্লাভারী হবে কার? ভোটের সম্পূর্ণ ফল এই লিঙ্কে