সমীরণ পাল, রহড়া: লোকসভা ভোটের (Loksabha Elections 2024) ফল প্রকাশ হয়ে ৪ জুন। তারপর থেকে রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার (WB Post Poll Violence) জেরে আক্রান্ত হয়েছেন অনেকে। বিভিন্ন জায়গায় বিজেপি ও তৃণমূল কর্মীদের রাজনৈতিক সংঘর্ষের ফলে উত্তেজনা ছড়িয়েছে। এবার উত্তর ২৪ পরগনার রহড়ার (Rahara) বন্দিপুর এলাকায় আক্রান্ত হলেন একজন কংগ্রেস (Congress) কর্মী। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত ব্যক্তি। রহড়া থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের হওয়ার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও রাজ্যের শাসক দলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।  


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বন্দিপুর পঞ্চায়েতের পাশে অবস্থিত কংগ্রেস কর্মী শেখ সানোয়ার পুরকাইতের বাড়িতে আচমকা হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। বাড়ির পাশে থাকা মিষ্টির দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি দোকানে থাকা বাটখারা দিয়ে কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলেও জানা গেছে। ইতিমধ্যে এই বিষয়ে রহড়া থানায় অভিযোগ করেছেন আক্রান্ত কংগ্রেস কর্মী শেখ আনোয়ার পুরকাইত। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের তরফে।


আরও পড়ুন: Adhir Attacks Mamata: "রামনবমীর দিন থেকে চক্রান্ত করেছেন", হারের জন্য সরাসরি মমতাকে আক্রমণ অধীরের


প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটতে শুরু করেছিল। ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে ভোট পরবর্তী সন্ত্রাসের কারণে প্রচুর মানুষ ঘরছাড়া হয়েছেন বলে দাবি বিরোধীদের। এই সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়ার পর কড়া বার্তা দেওয়া হয় আদালতের তরফে। অবস্থার পরিবর্তন না হলে আগামী পাঁচ বছর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখারও হুঁশিয়ারি দেয়। তারপর রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের উপর আক্রমণের অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেগুলিকে ভিত্তিহীন ও মিথ্যে বলে উড়িয়ে দিচ্ছেন রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: TMC Rift In Howrah: সোশ্যাল মিডিয়াতে প্রসূনের বিরুদ্ধে সরব মনোজ, হাওড়ায় মন্ত্রী বনাম সাংসদের দ্বন্দ্বে অস্বস্তিতে তৃণমূল