কলকাতা: ২৫টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা বামফ্রন্ট।  রায়গঞ্জে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। জয়নগরে আরএসপি প্রার্থী সুভাষ নস্কর। যাদবপুরে সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য এক নজরে দেখে নেওয়া যাক কোন আসনে কে প্রার্থী হলেন--
  • কোচবিহারে ফরওয়ার্ড ব্লক প্রার্থী গোবিন্দ রায়
  • আলিপুরদুয়ারে আরএসপি প্রার্থী মিলি ওঁরাও
  • জলপাইগুড়িতে বাম প্রার্থী ভগীরথ রায়
  • রায়গঞ্জে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম
  • বালুরঘাটে আরএসপি প্রার্থী রণেন বর্মন
  • মুর্শিদাবাদে সিপিএম প্রার্থী বদরুদ্দোজা খান
  • রানাঘাটে সিপিএম প্রার্থী রমা বিশ্বাস
  • বনগাঁয় সিপিএম প্রার্থী অলোকেশ দাস
  • দমদমে সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য
  • বারাসাতে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হরিপদ বিশ্বাস
  • বসিরহাটে সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্ত
  • জয়নগরে আরএসপি প্রার্থী সুভাষ নস্কর
  • ডায়মন্ডহারবারে সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম
  • যাদবপুরে সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য
  • কলকাতা দক্ষিণে সিপিএম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়
  • উলুবেড়িয়ায় সিপিএম প্রার্থী মাকসুদা খাতুন
  • হুগলিতে সিপিএম প্রার্থী প্রদীপ সাহা
  • আরামবাগে সিপিএম প্রার্থী শক্তিমোহন মালিক
  • ঘাটালে সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়
  • মেদিনীপুরে সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট
  • পুরুলিয়ায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী বীরসিংহ মাহাত
  • বিষ্ণুপুরে সিপিএম প্রার্থী সুনীল খাঁ
  • বর্ধমান পূর্বে সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস
  • বর্ধমান-দুর্গাপুরে সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরী
  • বীরভূমে বামেদের তরফে লড়বেন রেজাউল করিম