গাঁধীনগর: গুজরাতের গাঁধীনগর আসনে মনোনয়ন জমা দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। গাঁধীনগর লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় অমিত শাহর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এর আগে আহমেদাবাদে রোড শো করেন বিজেপি সভাপতি।
রোড শো শুরুর আগে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ দাবি করেন, এবারের ভোটে একটাই ইস্যু। তা হল, ভোটের পর দেশকে কে নেতৃত্ব দেবেন। তিনি আরও দাবি করেন, দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো নেতার জন্য গত ৭০ বছর ধরে অপেক্ষা করছিলেন।
মঞ্চে অমিত শাহর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, নীতীন গড়করি এবং উদ্ধব, শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিংহ বাদল ও এলজেপি নেতা রাম বিলাস পাসোয়ানের মতো শরিক দলের নেতৃবৃন্দ।
অমিত শাহ দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে তিনি লোকজনকে দেশকে নেতৃত্বদানের জন্য মোদির নামে জয়ধ্বনি করতে দেখেছেন।
বিজেপি সভাপতি বলেছেন, ‘‘দেশকে কে নেতৃত্ব দেবেন-শুধুমাত্র এই ইস্যু নিয়েই এবারের নির্বাচন হবে...হিমাচল থেকে কন্যা কুমারী, কামরূপ থেকে গাঁধীনগর-যেখানেই আমি এই প্রশ্ন করেছি,তখন শুধুমাত্র একটাই আওয়াজ শুনেছি- ‘মোদি, মোদি, মোদি’ ’’।
লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী ও পুরুষোত্তম গণেশ মাভলঙ্করের মতো নেতারা গাঁধীনদর কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করেছেন। এ রকম একটা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিতে পেরে নিজেকে ‘সৌভাগ্যবান’ বলে মন্তব্য করেছেন অমিত শাহ।
গাঁধীনগরে রোড শো, মনোনয়ন পেশ অমিত শাহর, বললেন, দেশের নেতৃত্বে কে, এবারের নির্বাচনে এই ইস্যুতেই লড়াই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Mar 2019 03:43 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -