কলকাতা: লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের ফল বেরিয়েছে। এখন সরকার গঠন নিয়ে চলছে নানা আলোচনা। এই মধ্যেই আলোচনায় এসেছে কে কত ভোটে জিতেছেন। সারা দেশে রেকর্ড মার্জিনে জয় পেয়েছেন অনেকেই। বড় ব্যবধানে জয় যেমন রয়েছে। তেমনই একেবারে ছোট ব্য়বধানে হার-জিতের নজিরও তৈরি হয়েছে এই লোকসভা নির্বাচনে।


মহারাষ্ট্রে তৈরি হয়েছে এমন নজির। এই রাজ্যের আসন মুম্বই উত্তর পশ্চিম (Mumbai North West)-এ হাতে গোনা কয়েকটি ভোটের ব্য়বধানে হার-জিত এসেছে। 


এই আসনে শিব সেনার প্রার্থী ছিলেন রবীন্দ্র দত্তারাম ওয়াইকার। আর শিব সেনা উদ্ধব গোষ্ঠীর প্রার্থী ছিলেন অমোল গজানন কীর্তিকর। এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে জয়ী হয়েছেন রবীন্দ্র দত্তারাম ওয়াইকার। হারিয়েছেন  অমোল গজানন কীর্তিকরকে। জয়ের ব্যবধান মাত্র ৪৮ ভোট। এত কম ভোটে লোকসভা নির্বাচনে কোনও আসনে হার-জিত নিশ্চিত হওয়া সম্ভবত রেকর্ড। শিব সেনার প্রার্থী রবীন্দ্র দত্তারাম ওয়াইকারের প্রাপ্ত ভোট ৪ লক্ষ ৫২ হাজার ৬৪৪ ভোট। অন্যদিকে অমোল গজানন কীর্তিকরের প্রাপ্ত ভোট ৪ লক্ষ ৫২ হাজার ৫৯৬।


এই রাজ্যে একনাথ শিন্ডের বিদ্রোহে শিব সেনা ভাঙনের পরে রাজ্য সরকার তৈরি করেছিল বিজেপি। তারপরে এনসিপি শিবিরও ভেঙে যায়। একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিব সেনা এবং অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি হাত মেলায় বিজেপির সঙ্গে। কিন্তু লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়েছে বিজেপির এই জোট। কংগ্রেস, শিব সেনা উদ্ধব গোষ্ঠী এবং এনসিপি শরদ পওয়ার গোষ্ঠীর জোট আসন প্রাপ্তির নিরিখে অনেকটা পিছনে ফেলেছে এনডিএ জোটকে।


কেরলের একটি আসনেও কম মার্জিন:
কেরলে একটি আসনে মুখোমুখি লড়াই হয়েছে I.N.D.I.A জোটেরই দুই শরিক কংগ্রেস ও সিপিএমের। কেরলের Attingal- কেন্দ্রে মাত্র ৬৮৪ ভোটের ব্য়বধানে হার-জিত নির্ধারণ হয়েছে। কংগ্রেসের প্রার্থী আদুর প্রকাশ পেয়েছেন ৩ লক্ষ ২৮ হাজার ৫১ ভোট। উল্টোদিকে সিপিএমের প্রার্থী ভি জয় পেয়েছেন ৩ লক্ষ ২৭ হাজার ৩৬৭ ভোট। 


উত্তরপ্রদেশে হামিরপুর আসনে সমাজবাদী পার্টির অজেন্দ্র লোধি জিতেছেন ২৬২৯ ভোটে। হারিয়েছে বিজেপির প্রার্থীকে। ওই রাজ্যে সালেমপুর আসনে সমাজবাদী পার্টির রামশঙ্কর রাজভর জিতেছেন ৩৫৭৩ ভোটে। হারিয়েছেন বিজেপি প্রার্থীকে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: জেতা আসন বদলের পিছনে কলকাঠি কার? হারের পরে মুখ খুললেন দিলীপ