করুণাময় সিংহ, মালদা : ভোটে প্রচারের ময়দানে চড়ছে রাজনৈতিক পারদ। এবার রবিবাসরীয় প্রচারমঞ্চ থেকে কেন্দ্রীয় বাহিনীকে প্রছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল কংগ্রেসের মালদা উত্তর কেন্দ্রের প্রার্থী তথা সদ্য প্রাক্তন পুলিশ আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, "এত বিএসএফ- আধা সামরিক বাহিনী সকলকে একটাই কথা বলছি, আপনি আইনের মধ্যে থাকুন। আমরাও আইনের মধ্যে আছি। নির্বাচন শান্তিপূর্ণ হোক। অবাধ নির্বাচন হোক। আধাসামরিক বাহিনী যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়...ম্যায় হুঁ না।"
পুরাতন মালদা পুরসভা এলাকার কর্মিসভা থেকে এপ্রসঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, "স্কুলে বসিয়ে রাখতে হবে (কেন্দ্রীয় বাহিনীকে)। ভাল করে জল দিয়ে দেবেন। ওদের অযত্ন করবেন না। ওরাও চাকরি-বাকরি করে। শুধু বলবেন প্রসূন বন্দ্যোপাধ্যায় খেলতে এসেছেন। বুটের দপদপানি, একে-৪৭, এসএলআর দিয়ে কোনো লাভ নেই। শুধু বলবেন, ডাকছি আধ ঘণ্টার মধ্যে ঢুকছেন প্রসূন ব্যানার্জি। উনি আইন-কানুন-অবজার্ভার বুঝে নেবেন। বাহিনীকে সম্মান ততক্ষণ দেবেন, যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে। আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না। না হলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে। সেই প্রতিবাদটা আমার ওপর ছেড়ে দিন। রাস্তায় নামব। অবরুদ্ধ হয়ে যাক সবকিছু। ভারত দেখবে ভোট কাকে বলে। ভারত দেখবে উত্তর মালদায় ভোট হচ্ছে।"
যদিও তাঁর এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, " পুলিশ কর্তারা তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছেন। পুলিশ সুপার হিসাবে কর্মজীবনে শাসকদলের নির্দেশে কাজ করতেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন সুস্থ ও শান্তিতে ভোট করার জন্য বাহিনী মোতায়েন করেছে। এমন হুমকিকে মানুষও গুরুত্ব দিচ্ছে না। বিজেপি দিচ্ছে না।"
প্রসঙ্গত, দিনকয়েক আগেই মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন মালতিপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। চাঁচলের খরবায় 'জনগর্জন সভা'র প্রস্তুতি সভা থেকে খগেন মূর্মুকে 'চোর, বেইমান, ভেলকিবাজ' বলে তোপ দেগেছিলেন তিনি। পাল্টা সন্দেশখালির প্রসঙ্গ তুলে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েননি বিজেপি প্রার্থীও।
আরও পড়ুন ; মালদা উত্তরের বিজেপি প্রার্থীকে 'চোর, বেইমান, ভেলকিবাজ' বলে আক্রমণ TMC বিধায়কের !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে