কলকাতা: লোকসভা নির্বাচনের আগে প্রার্থিতালিকা নিয়ে টানাপোড়েন চলছে দলের অন্দরে। প্রকাশ্যে মুখ খুলেছেন অর্জন সিংহ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবীর। তৃণমূলের প্রার্থিতালিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ও। সেই নিয়ে এবার কড়া বার্তা দিলেন দলনেত্রী মমতা। বাবুনের সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা ঘোষণা করলেন তিনি। পাশাপাশি অর্জুনকে প্রার্থী না করার কারণও জানালেন মমতা। (Mamata Banerjee)


মমতা উত্তরকন্যায় থাকাকালীনই এদিন সংবাদমাধ্যমে মুখ খোলেন বাবুন। হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে ক্ষোভ উগরে দেন। প্রসূনের বিরোধিতা করতে হাওড়ায় দলের বিরুদ্ধে, নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন বলে জানান। পাশাপাশি, আজও তৃণমূলকে হুঁশিয়ারি দেন অর্জুন। তৃণমূল টিকিট না দিলেও, ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়বেন বলে জানান। (Mamata on Arjun)


সেই আবহেই উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে অর্জুনকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করলে মমতা বলেন, "অর্জুন তো এখনও বিজেপি-র সাংসদ। বিজেপি-র সাংসদ পদ ছাড়েনি ও। এখনও বিজেপি-র টিকিয়ে জয়ী হয়েই রয়েছে। ও কোন দলে দাঁড়াবে, তা ঠিক করার স্বাধীনতা ওর। আমরা রাজনৈতিক ভাবে লড়াই করব। ব্যারাকপুরে আমাদের প্রার্থী পার্থ ভৌমিক। আশাকরি মানুষের পূর্ণ সমর্থন পাবে পার্থ। ও ভাল ছেলে।" (Lok Sabha Elections 2024)


আরও পড়ুন: Babun Banerjee: BJP নেতাদের সঙ্গে কথা হয়, তৃণমূলে যোগ্যরা বঞ্চিত, বললেন মমতার ভাই বাবুন


বিজেপি থেকে আসা অনেকেই এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন। তাহেল অর্জুন কে ব্রাত্য, প্রশ্ন করা হয় মমতাকে। জবাবে তিনি বলেন, "যারা তৃণমূলকে ভালবেসে এসেছে, দলকে ভালবেসে এসেছে, যারা দলের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকেছে, আমি একা কিন্তু দলের সিদ্ধান্ত নিই না। সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তৃণমূল অনেক বড় পরিবার। যেখানে যে যোগ্য, তার নিরিখে প্রার্থী করা হয়েছে।"


মমতার এই মন্তব্যে প্রতিক্রিয়া চাইলে অর্জুন বলেন, "দিদিমণিকে অভিনন্দন জানাব যে উনি বলেছেন, আমি বিজেপি-তে আছি, বিজেপি-র সাংসদ। আমি বিজেরপি-র সাংসদ ছিলাম, আগামী দিন বিজেপি-রই সাংসদ হতে পারি। দিদির কাছে ভাল ছেলে হতে পারেন পার্থ, এলাকার মানুষ ওঁকে কত মানেন, তা সময় বলবে। দিদি ভাল বলেছেন যে আমি বিজেপি-র সাংসদ। বিজেপি-র সাংসদ হয়ে ওঁর ব্রিগেড মঞ্চ আমি বসেছিলাম, এটা আমার জন্য ভাল। আমাকে ডাকা হয়েছিল বিজেপি সাংসদ হিসেবে, ভাল কথা। এই চিত্রনাট্যের জবাব মানুষ দেবেন।" এর প্রেক্ষিতে পার্থ বলেন, "এই ধরনের কথার কোনও উত্তর দেব না আমি। মানুষ গণদেবতা। পার্থ ভৌমিক কখনও কারও উপর অত্যাচার চালায়নি, কোনও হত্যা করেনি, কোনও ঔদ্ধত্য দেখায়নি। এর পর মানুষ মনে করলে আমাকে গ্রহণ করবেন।"


২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দেন অর্জুন। গেরুয়া শিবিরের প্রার্থী হিসেবে সেবার ব্যারাকপুরে প্রার্থী হন তিনি, জয়লাভও করেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন পেয়ে তৃণমূল তৃতীয় বার ক্ষমতায় ফেরার পর, ২০২২ সালের মে মাসে ফের জোড়াফুল শিবিরে ফিরে আসেন তিনি। তবে সাংসদ পদ থেকে এতদিনেও ইস্তফা দেননি তিনি। দিন কয়েক আগে ব্রিগেডে তৃণমূলের 'জনগর্জন' সভাতেও উপস্থিত ছিলেন অর্জুন। কিন্তু প্রার্থিতালিকা ঘোষণা হতে দেখা যায়, তাঁর নাম নেই।


এর পরই প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অর্জুন। জানান, তৃণমূলে এসে ভুল করেছেন, দেড় বছর নষ্ট হয়েছে তাঁর। নিজের অফিস থেকে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেন, ফেরত আনেন নরেন্দ্র মোদির ছবি।  এদিনও পার্থর বিরুদ্ধে লড়বেন বলে হুঁশিয়ারি দেন তিনি। সেই আবহেই তাঁকে প্রার্থী না করার কারণ খোলসা করেন মমতা। অর্জুন ফের বিজেপি-তে ফিরতে পারেন বলেও জল্পনা শুরু হয়েছে। যদিও সেই নিয়েও সংশয় রয়েছে।