কলকাতা: নির্বাচনী প্রচারে বেরিয়ে দুর্ঘটনাগ্রস্ত। প্রাকৃতিক দুর্যোগে জরুরি অবতরণ হেলিকপ্টারের। তড়িঘড়ি কপ্টার থেকে নামতে গিয়ে আহত হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বায়ুসেনা ঘাঁটিতে বিমান নামলে পরিস্থিতি সামাল বায়ুসেনা এবং সেনাবাহিনীর। তা নিয়ে বায়ুসেনা এবং সেনাবাহিনীকে ধন্য়বাদ জানালেন মমতা। শুধু তাই নয়, ছোট থেকে সেনায় যোগ দেওয়ার স্বপ্ন ছিল বলেও জানালেন (Mamata Banerjee's Dream)।
মঙ্গলবার জলপাইগুড়ি থেকে ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। তড়িঘড়ি সেবক বায়ুসেনা ঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয় কপ্টারের। সেখানে কপ্টার থেকে নামতে গিয়ে আহত হন মমতা। সেই সময় সেনা ছুটে আসে দ্রুত। মমতাকে এসকর্ট করে নিয়ে যাওয়া হয় বায়ুসেনাঘাঁটিতে। সেখানে বায়ুসেনা এবং সেনা আধিকারিকদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন মমতা।
বায়ুসেনাঘাঁটিতে মমতা যখন অপেক্ষা করছিলেন, সেই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেনার তরফে। তাতে সেনা আধিকারিকদের সঙ্গে আলাপচারিতার ফাঁকে, তাঁদের প্রশংসাও করেন মমতা। বলেন, তিনি "সেনাবাহিনীকে অভিনন্দন। সাধারণ কর্মী থেকে আধিকারিক, মাতৃভূমির জন্য আত্মবিসর্জন দিতে পিছপা হন না কেউ। দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা ওঁদের সম্মান করি। সকল যোদ্ধাকে সেলাম।"
আরও পড়ুন: Mamata Banerjee: লিগামেন্ট ও হিপ জয়েন্টে চোট, SSKM-এ ভর্তি হওয়ার পরামর্শ চিকিৎসকদের, নারাজ মমতা
যেভাবে সেনার কাছ থেকে সহযোগিতা পেয়েছেন, তা নিয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করেন মমতা। বলেন, "কপ্টার জরুরি অবতরণ করার পর যে তৎপরতার সঙ্গে কাজ করেছেন, তার পরেও যেভাবে আমাদের যত্ন করেছেন, কোনও দিন ভুলব না। ছোট্ট থেকে আমার স্বপ্ন ছিল সেনায় যোগদান করা। তখন সুযোগ হয়নি। আজ অন্তত কাছ থেকে দেখার সুযোগ হল। গোটা বছর পরিবারকে পাশে পান না। মাতৃভূমিই এঁদের পরিবার হয়ে উঠেছে। আপনাদের সেলাম, মাতৃভূমিকে সেলাম।"
সেবক বায়ুসেনাঘাঁটিতে মমতার কপ্টারের জরুরি অবতরণ নিয়ে এদিন সেনার তরফে বিবৃতিও প্রকাশ করা হয়। তাতে বলা হয়, 'সতর্কতামূূলক অবতরণ করে মুখ্যমন্ত্রীর কপ্টার। মুখ্যমন্ত্রী সহ তিন জন ছিলেন হেলিকপ্টারে। খারাপ আবহাওয়ার জন্য সেবক রোডে আর্মি এভিয়েশন বেসে ১টা বেজে ৩৫ মিনটে সতর্কতামূলক অবতরণ করে কপ্টার। মুখ্যমন্ত্রীকে এসকর্ট করে এয়ারবেসে অপেক্ষা করার জায়গায় নিয়ে আসা হয়। সেখানে সেনা আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁকে চা দেওয়া হয়। ২.২৩ মিনিটে বাগডোগরা বিমানবন্দর থেকে রওনা হন ফের'।