কৃষ্ণনগর, নদিয়া: কৃষ্ণনগর থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on CAA)। সভা থেকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানালেন বিজেপিকে। সিএএ-এনআরসি (CAA NRC in West Bengal) থেকে বেকারত্ব- সব নিয়ে আক্রমণ শানালেন পদ্মশিবিরকে। কৃষ্ণনগরের মতো মতুয়া অধ্যুষিত লোকসভা আসনে সিএএ নিয়ে একের পর এক তোপ দাগলেন মমতা। 


লোকসভা ভোটের (Lok Sabha Vote) কিছুদিন আগেই সারা দেশে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করেছে তৃণমূল। এদিন কৃষ্ণনগর থেকে কার্যত সেই বিরোধিতার সুর সপ্তমে বেঁধে দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর তোপ, 'কিছুদিন আগে বাবুরা হঠাৎ সিএএ চালু করলেন। সিএএ করলেই এনআরসি-র আওতায় পড়ে যাবেন। বিজেপির নেতারা কেন সিএএ-তে আবেদন করছেন না?। আমরা সিএএ, এনআরসি করতে দেব না।' বিজেপির বিরুদ্ধে সিএএ-এর নামে মতুয়া ভোট ভাগের অভিযোগ এনেছেন মমতা। তাঁর তোপ, 'মোদির গ্যারান্টি জিরো, আমাদের গ্যারান্টিতে মানুষই হিরো। বিজেপির কাজ হল মিথ্যে বলে মতুয়া ভোট ভাগ করা। নিজের সর্বনাশ করে বিজেপিকে ভোট দেবেন?'


 






সিএএ কমিটিতে কারা রয়েছেন, সেই প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, 'কমিটিতে পোস্ট অফিসের লোক, সেনসাসের লোক। কেন রেখেছে? যাঁরা ভাবছেন অধিকার পেয়ে গেলেন। বাজে কথা। পাসপোর্ট কেন্দ্রীয় সরকার দেয়। রাজ্য সরকার দেয় না। CAA মাথা, ল্যাজা NRC। CAA করলেই এনআরসিতে পড়ে যাবেন। CAA-তে আবেদন করলেই বিদেশি হয়ে যাবে।'


সিএএ- মানুষের মৃত্যুর কারণ হয়েছে বলেও তোপ দেগেছেন তিনি। এদিন সভামঞ্চ থেকে মমতার দাবি, মণিপুরে ২ জন খুন রয়েছেন, তাঁদের  মধ্যে একজন বাঙালি ছিলেন। সোনারপুরে একজন মারা গিয়েছেন সিএএ নিয়ে চিন্তায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: দিনে কত ইউনিট বিদ্যুৎ তৈরি করে বাড়ির সোলার প্যানেল? চাহিদা মিটবে?