কলকাতা: বিপুল জয়ে প্রত্যাবর্তনের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ কালীঘাটে দলের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন তিনি। সর্বসম্মতভাবে তৃণমূলের পরিষদীয় দলনেত্রী নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপর মুকুল রায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়কে নিয়ে রাজভবনে যান তৃণমূল নেত্রী।

প্রথা মেনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান তিনি। পরিষদীয় দলনেত্রী হিসেবে মমতার নাম কেশরীনাথ ত্রিপাঠীর হাতে তুলে দেন তৃণমূলের শীর্ষনেতারা।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ২৭ তারিখ রেড রোডে জনগণের মাঝে দ্বিতীয়বারের জন্য শপথ নেবেন মমতা। এই প্রথম রেড রোডে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

শপথগ্রহণের পরের দিন অর্থাৎ শনিবার বৈঠকে বসছে বিধানসভা। সেদিন প্রোটেম স্পিকার নির্বাচন। ওই পদে বর্ষীয়ান তৃণমূল বিধায়ক জটু লাহিড়ির নাম ঠিক হয়েছে। তাঁকে নিযুক্ত করবেন রাজ্যপাল।

৩০ তারিখ থেকে শপথ নেবেন বিধায়করা। ৩১ তারিখ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এবারও বিমান বন্দ্যোপাধ্যায়ই স্পিকার হচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে ডেপুটি স্পিকার কে হবেন, তা এখনও ঠিক হয়নি। সূত্রের খবর, এবার সোনালি গুহকে ডেপুটি স্পিকার নাও করা হতে পারে।