মুম্বই: ছোটপর্দার বালিকা বধূ খ্যাত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্যের এখনও কোনও সমাধান হয়নি। এরমধ্যেই এই মৃত্যু প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য করলেন প্রত্যুষা-রাহুলের ঘনিষ্ঠ বান্ধবী জ্যাজ। জ্যাজই প্রত্যুষা-রাহুলের সঙ্গে অভিনেত্রীর মৃত্যুর আগের রাতে পার্টি করছিলেন।
মিড ডে-তে জ্যাজের প্রকাশিত এক সাক্ষাত্কার থেকে জানা গিয়েছে, মৃত্যুর আগের রাতে অভিনেত্রী আসলে তাঁর বয়ফ্রেন্ড-এর সঙ্গে মজা করছিলেন। আত্মহত্যা করেননি। তাঁর দাবি ওই ঘটনার আগের রাতে তিনি এবং রাহুল-প্রত্যুষা সেখানে একসঙ্গে প্রায় ভোররাত পর্যন্ত পার্টি করেন। জ্যাজের দাবি, বিয়ে নিয়ে খুবই খুশি ছিলেন অভিনেত্রী।
প্রত্যুষার গলায় আঘাতের চিহ্ন প্রসঙ্গে জ্যাজ বলেন, তিনি অভিনেত্রীকে এব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। প্রত্যুষা তাঁকে জানান মাছ ভাজতে গিয়ে তেল ছিটকে লেগে এই বিপত্তি হয়েছিল।
তিনি আরও বলেন এই মৃত্যু রহস্য প্রসঙ্গে সকলেই রাহুলকে দায়ী করছেন। কিন্তু বাস্তবে কেউ এটা কখনও ভেবে দেখেননি একটা মেয়ে তাঁর পছন্দের সঙ্গীকে বিয়ে করতে চেয়েছিলেন। কোনও এক কারণে সেটা সম্ভব হয়নি। সেখানে বারংবার সেই প্রেমিক-প্রেমিকার মধ্যে ঘটা বিভিন্ন অশান্তি, টাকা-পয়সা সংক্রান্ত সমস্যাকে বড় করে দেখা হয়েছে। বান্ধবীর দাবি তিনি কাউকেই দায়ী করছেন না, তবে সত্যিটা সামনে আসুক সেটা তিনি চাইছেন।
অল্প কয়েকদিনের মধ্যেই সানি লিওনের ‘বেইমান লভ’-এর হাত ধরে রুপোলি দুনিয়ায় পা রাখতে চলেছেন এই জ্যাজ।
প্রত্যুষা আত্মহত্যা করেননি, রাহুলের সঙ্গে তামাশা করেছিলেন, দাবি নিকট বান্ধবীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 May 2016 11:37 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -