মুম্বই: রুপোলি পর্দায় আবার আমিরি জাদু। নতুন সিনেমা শুরু করতে চলেছেন আমির খান। এক তরুণীর সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন নিয়েই ছবিটির চিত্রনাট্য।

জানা গিয়েছে, আমিরের প্রাক্তন ম্যানেজার অদ্বৈত চন্দন স্ত্রিপ্টটি আমিরকে শুনিয়েছেন। গল্পের মূল বিষয়বস্তু এক কিশোরীর সঙ্গীতশিল্পী হওয়ার স্বপ্ন। এই ছবিতে গীতিকারের চরিত্রে অভিনয় করার কথা আমিরের।

সূত্রের খবর, এই ছবিতে আমির গীতিকারের চরিত্রে অভিনয় করছেন, তা নিশ্চিত। তবে এর থেকে বেশি কিছুই জানা যায়নি। জানা গিয়েছে, বাকি চরিত্রের অভিনেতা অভিনেত্রী নির্বাচন এখনও হয়নি। প্রক্রিয়া শুরু হয়েছে।

শুধু অভিনয়ই নয়, ছবিটি প্রযোজনাও করবেন আমির, এমনটাই জানা গিয়েছে। আমির খান প্রডাকশন ব্যানারেই ছবিটি তৈরি হবে। আপাতত আমির অভিনীত 'দঙ্গল'-এর শ্যুটিং-এর অপেক্ষায় অনুরাগীরা। নতুন ছবির খবর তাঁদের মনে নতুন আশা জাগিয়ে দিল।