কলকাতা: ভোটের ফল বেরনোর পর রাজ্যে বিক্ষিপ্ত হিংসা নিয়ে তৃণমূল-বিজেপির চাপানউতোর চলছে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজই সারা দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচী বিজেপির। এরইমধ্যে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, মুরলিধর সেন লেনে দলের কার্যালয়ের সামনে মঞ্চ তৈরি হয়েছিল, পুলিশ সেটা ভেঙে দেয়। দলের বিধায়কদের নিয়ে হেস্টিংস কার্যালয়ে বৈঠক করব। এরপর ধর্না শুরু হবে।


দিলীপ ঘোষ বলেছেন,  ভোটের পর আমাদের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। সেই কারণেই শপথ অনুষ্ঠানে যাব না। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন দিলীপ ঘোষ। সেইসঙ্গে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিজেপি পরিষদীয় দলের প্রাক্তন নেতা মনোজ টিগ্গাও। কিন্তু দিলীপ ঘোষ শপথ অনুষ্ঠানে না যাওয়ার কথা জানিয়ে দিলেন।


উল্লেখ্য, সোমবারই দিলীপ ঘোষ অভিযোগ করেন যে, রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল। ঘরবাড়ি-দোকানঘর ভাঙচুর করা হচ্ছে। তাঁদের ছয় কর্মীকে খুন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গতকাল তিনি বলেন, আগে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হোক। তারপর হোক শপথ। তাঁর অভিযোগ, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পরিস্থিতি তৈরি হয়েছে। গতকালই রাজ্যে আসেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তিনি সোনারপুরে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন।  হামলার ঘটনা নিয়ে তিনি তৃণমূলকে তীব্র আক্রমণ করে বলে, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। এমন চলতে থাকলে বিজেপি চুপ করে বসে থাকবে না। গণতান্ত্রিক উপায়ে জবাব দেওয়া হবে। 


আজ তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের থ্রোনরুমে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে অনাড়ম্বর ও সংক্ষিপ্ত। বুধবার একাই শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অত্যন্ত অনাড়ম্বর ও সংক্ষিপ্ত অনুষ্ঠানে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।