মথুরাপুর: সপ্তম তথা শেষ দফায় নির্বাচন হয়েছিল মথুরাপুরে। ১ জুনের সেই নির্বাচনপর্ব অবশ্য নির্ঝঞ্ঝাট ছিল না। বরং অশান্তির খবর ছড়িয়েছিল। ৩ জুন, ভোটগণনার ঠিক আগের দিন যে কারণে মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপের ২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন হয়। কাকদ্বীপের ২৬ নম্বর বুথে পুনর্নির্বাচনের দাবি করেছিল বিজেপি। সেই দাবি মেনে নেয় নির্বাচন কমিশন।


তৃণমূল কংগ্রেস থেকে এই কেন্দ্রে প্রার্থী করেছিল বাপি হালদারকে। কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ছিলেন ডক্টর শরৎ চন্দ্র হালদার। বিজেপির প্রার্থী ছিলেন অশোক পুরকাইত।


বিজেপি প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়ে মথুরাপুরে তৃণমূলের বিজয়পতাকা ওড়ালেন বাপি হালদার। তিনি ৭ লক্ষ ৩২ হাজার ৫১২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অশোক পুরকাইত পেয়েছেন ৫ লক্ষ ৩৪ হাজার ৬০৫ ভোট। ৮৫ হাজার ৩৩০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন আইএসএফের প্রার্থী অজয় কুমার দাস।


জয়ী - বাপি হালদার


মোট প্রাপ্ত ভোট - ৭ লক্ষ ৩২ হাজার ৫১২


নিকটতম প্রতিদ্বন্দ্বী - অশোক পুরকাইত - (বিজেপি, প্রাপ্ত ভোট - ৫ লক্ষ ৩৪ হাজার ৬০৫)


তৃতীয় স্থান - অজয় কুমার দাস (আইএসএফ, প্রাপ্ত ভোট - ৮৭ হাজার ৪৯৪)


২০১৯ সালে মথুরাপুর লোকসভা কেন্দ্রে ছিল তৃণমূলের জয়জয়কার। সেবার এই কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১৬, ৫২০৯৬ জন। ১৪,০১৯৫৩ জন ভোটদান করেন। ৭ লক্ষ ২৬ হাজার ৮২৮ ভোট পেয়ে জয়ী হন তৃণমূল কংগ্রেসের চৌধুরী মোহন জাটুয়া। ৫ লক্ষ ২২ হাজার ৮৫৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন বিজেপির শ্যামাপ্রসাদ হালদার। ২ লক্ষ ৭৩ হাজার ৯৭৪ ভোটের বিশাল ব্যবধানে হেরে যান তিনি।                                               


 






এবারও লোকসভা ভোটে মথুরাপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের আধিপত্যের ছবি পাল্টাল না।                                  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।