শিলং: ভোটের বাদ্যি বেজে গিয়েছে। জোরকদমে চলছে প্রচার। সেই আবহেই মৃত্যু প্রার্থী। ফলে মেঘালয় বিধানসভা নির্বাচনে (Meghalaya Elections 2023)  একটি আসনে ভোটগ্রহণ আপাতত স্থগিত থাকছে। রাজ্যের পূর্ব খাসি পার্বত্য জেলার সোহিয়ং আসনে ভোটগ্রহণ স্থগিত থাকছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিক এফআর খারকোঙ্গর। সোমবার এই ঘোষণা করেছেন তিনি (Meghalaya Assembly Elections Adjourned)। 


একটি আসনে ভোটগ্রহণ আপাতত স্থগিত থাকছে


মেঘালয় বিধানসভার ৬০টি আসন রয়েছে। ২৭ ফেব্রুয়ারি সেখানে ভোটগ্রহণ। প্রার্থীর মৃত্যুতে, সেই আসনটি বাদ দিয়ে বাকি ৫৯ আসনে ভোটগ্রহণ নির্ধারিত দিনেই হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটেল ফলপ্রকাশ ২ মার্চ। নির্বাচন কমিশন জানিয়েছে, সোহিয়ং আসন থেকে প্রার্থী হয়েছিলেন এইচডিআর লিংদো (HDR Lyngdoh)। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। তাই ওই আসনে ভোটগ্রহণ আপাতত স্থগিত থাকছে।


লিংদো মেঘালয়ের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। ইউনাইডেট ডেমোক্র্যাটিক পার্টির (UDP) সদস্য ছিলেন। একাধিক বার সোহিয়ং আসন থেকে প্রতিনিধিত্ব করেছেন। গত বার কংগ্রেসের টিকিটে প্রতিনিধিত্ব করে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির সামলিন মালংজিয়াংয়ের কাছে পরাজিত হন তিনি। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন লিংদো। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। তাই সোহিয়ংয়ে ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।



আরও পড়ুন:  Cracks in Badrinath: চারধাম যাত্রার আগে অশনি সঙ্কেত! জোশীমঠের পর বদ্রীনাথের রাস্তায়, বাড়িতে ফাটল


লিংদোর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। ট্যুইটারে তিনি লেখেন, 'প্রাক্তন মন্ত্রী, অভিজ্ঞ রাজনীতিক শ্রী এইচডিআর লিংদোর প্রয়াণে শোকগ্রস্ত। বিগত কয়েক বছরে রাজ্যে নানা ভূমিকায় জনসেবায় নিযুক্ত থেকেছেন তিনি। মানুষের প্রতি নিবেদিত নেতা ছিলেন তিনি। তাঁর প্রয়াণে মেঘালয়ের অসম্ভব ক্ষতি হয়ে গেল। ওঁর আত্মার শান্তি কামনা করি'।



নির্বাচনের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন লিংদো


UDP সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন লিংদো। নির্বাচনী কৌশলী নিয়ে বৈঠক চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন। আচমকা মাটিতে পড়ে যান। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁকে বাঁচানো যায়নি।