অমিত জানা,মেদিনীপুর: মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে (Midnapore BJP Candidate Agnimitra Paul) কালো পতাকা দেখানোর অভিযোগ। বাধা দেওয়ার অভিযোগ ,তৃণমূলের বিরুদ্ধে। দাঁতনের কুসমিতে প্রচারের সময় দেখানো হয় কালো পতাকা।


আজ সকালে চক ইসলামপুরে বাইক ‍র‍্যালি করে প্রচারে বের হন অগ্নিমিত্রা পাল। সেই সময়ই অগ্নিমিত্রা পালের প্রচার গাড়ির সামনে এসে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন। ১০০ দিনের টাকা না পাওয়ার অভিযোগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কর্মীরা।


সম্প্রতি পুলিশকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল অগ্নিমিত্রাকে। মেদিনীপুর কোতোয়ালি থানায় বসে পুলিশকে হুঁশিয়ারি এবং থানায় তালা লাগিয়ে দেওয়ার ঘটনায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির ১৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের করেছিল পুলিশ। মুখ্যমন্ত্রী কি আইনের ঊর্ধ্বে? প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেত্রী। হতাশার বহিঃপ্রকাশ, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 


অগ্নিমিত্রা বলেছিলেন, মমতার পুলিশ আমাদের কেস দেবে না তো আর কাকে কেস দেবে? খড়গপুরের পর  মেদিনীপুরে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন, মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির ১৬ জন নেতা-নেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দায়ের হয়েছিল FIR। বিজেপির অভিযোগ,  উত্তরবঙ্গের প্রচার সভা থেকে রামনবমী নিয়ে উস্কানিমূলক মন্তব্য় করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তার প্রতিবাদে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। 


আরও পড়ুন, গান গেয়ে প্রধানমন্ত্রীকে নিশানা TMC প্রার্থী জুন মালিয়ার, গাইলেন..


পুলিশ সূত্রে খবর, আইসি না থাকায় অপেক্ষা করতে বলা হয়। যদিও বিজেপির অভিযোগ, FIR নিতে টালবাহানা করেছিলেন ডিউটি অফিসার। অগ্নিমিত্রা পাল থানায় পুলিশের সামনে বসে বলেছিলেন, FIR রিসিভ করবেন? আমাকে বাকিদের মতো ভাববেন না। আপনি আমাকে ধন্য় করছেন না. ঠিক আছে না? আপনি আপনার কাজ করছেন। FIR রিসিভ করুন।  আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা। FIR রিসিভ করুন। আমি অভিযোগ করছি।' এই ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। তাতে ৩৫৩ ধারায় কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা ১৮৬, ৫০৬ ধারায় হুমকি ১২০(বি) ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের পাশাপাশি, জোরপূর্বক আটকে রাখা, হেনস্থা করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।