নয়াদিল্লি: প্রত্যেক ভারতীয়র জন্য ‘ন্যায়’ চেয়ে লক্ষ লক্ষ তরুণ ও যুবক ভোট দিতে যাচ্ছেন। তাঁরা বুদ্ধি করে ভোট দেবেন। আজ এমনই আশা প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তাঁর ট্যুইট, ‘দেশজুড়ে লক্ষ লক্ষ তরুণ ভোট দিতে যাচ্ছেন। তাঁদের মধ্যে অনেকেই প্রথমবার ভোট দেবেন। তাঁদের হাতেই ভারতের ভবিষ্যৎ। আমি আত্মবিশ্বাসী, তাঁরা প্রত্যেক ভারতীয়র জন্য ন্যায় চান। তাঁরা বুদ্ধি করে ভোট দেবেন।’



এর আগে কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালাও ট্যুইট করে বলেন, ‘আজ মানুষের সমস্যা দূর করার তৃতীয় পদক্ষেপ। আপনাদের একটি ভোট দেশকে উন্নতি ও সাম্যের দিকে নিয়ে যাবে। তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ, কৃষকদের উন্নতি, ছোট ব্যবসায়ীদের লাভ এবং বঞ্চিতদের অধিকারের জন্য ভোট দিন। কারণ, এবার ন্যায় হবে।’