নয়াদিল্লি: গতবারের মতো এবারের লোকসভা নির্বাচনেও জয় পাওয়ার জন্য নরেন্দ্র মোদির ভাবমূর্তির উপরেই ভরসা করছে বিজেপি। এবার দলের স্লোগান, ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’। এমনই জানালেন অরুণ জেটলি।


আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি-র প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা জেটলি। তিনি দলের প্রচার কৌশলের বিষয়ে জানিয়েছেন, ‘অধিকাংশ ভারতীয়ই জেনে গিয়েছেন, মোদির ভাবমূর্তি আসল। ভারতের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সেগুলি কার্যকর করার বিষয়টির প্রশংসা করেছেন অন্য দেশের পর্যবেক্ষকরা। সেই কারণেই আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি কার্যকর স্লোগান বেছে নিয়েছে, ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’।’

মোদি সরকারের কাজের প্রশংসা করে জেটলি বলেছেন, ‘অনুপ্রেরণা ও নেতৃত্বের ফলে গুরুত্বপূর্ণ বদল এসেছে। সেই কারণেই ভারত এমন একটি নির্বাচন প্রত্যক্ষ করবে, যেখানে মানুষ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সততা ও কাজ অনুমোদন করার সুযোগ পাবেন।’মোদির সাফল্যের কথা উল্লেখ করতে গিয়ে ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক এবং সাম্প্রতিক এয়ার স্ট্রাইকের প্রসঙ্গ টেনেছেন জেটলি। তিনি জিএসটি, আয়ুষ্মান ভারত প্রকল্প, ইউপিএ আমলের তুলনায় মুদ্রাস্ফীতির হার কমানোর কথাও উল্লেখ করেছেন।