প্রদ্যোৎ সরকার, নদিয়া: রাজ্য়ে ফের ভোট হিংসার ঘটনা। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মী খুনের অভিযোগ উঠল। ভোট পরবর্তী হিংসার জেরেই এই ঘটনা বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। নিহতের নাম হাফিজুর শেখ, বয়স বছর ৩৫। অভিযোগ, বিজেপি কর্মীর মৃত্যু নিশ্চিত করতে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়েছে। 


কালীগঞ্জের পঁচা চাঁদপুরের রেললাইন পাড়ার বাসিন্দা হাফিজুর। তাঁর বাড়ির অদূরে ঘটনাটি ঘটেছে বলেছে অভিযোগ। শনিবার সন্ধ্যায় ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে খুন করা হয় বলে দাবি।  ঘটনার পর কালীগঞ্জ থানা ও নাকাশিপাড়া থানার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দেহ আটকে রাখে আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা।


স্থানীয় বাসিন্দা সূত্রে ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় প্রতিবেশীদের সঙ্গে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারেই ক্যারাম খেলছিল হাফিজুর। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী এসে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। হাফিজুল ছুটে পালাতে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। মৃত্যু নিশ্চিত করতে গুলি করার পরে কোপানোও হয়।


এরপর ঘটনাস্থলে আসেন নদিয়ার উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস। তাঁর কাছে দোষীদের গ্রেফতারের দাবি জানায় পরিবারের লোকজনেরা। নিহতের ভাই জয়নুদ্দিন মোল্লা জানিয়েছেন, 'লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেয়, সেই জন্যেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার ভাইকে খুন করেছে।' নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস বলেছেন, 'বিজেপি করার অপরাধে এই খুন হতে হলো, তৃণমূল নেতৃত্ব এই ঘটনা ঘটিয়েছে, তৃণমূল এলাকা জুড়ে সন্ত্রাস করছে এটা তারই প্রতিফলন।'


রুকবানুর রহমান নদিয়া উত্তর সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান জানান, 'এটার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই, আমি যেটুকু জানি এই ঘটনা পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছ।' 


এর আগেও পশ্চিমবঙ্গে একাধিক ভোটের পরে ভোট-হিংসার ঘটনা ঘটেছে রাজ্যে। তা নিয়ে মামলাও হয়েছে। ভোটের সময় এবং ভোটের পরেও হিংসার ঘটনা বারবার দেখেছে এই রাজ্য। এবারের লোকসভা ভোটেও বলা হয়েছে ভোটের পরে বেশ কিছুদিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বাংলায় বড় চমক! সি ভোটারের সমীক্ষায় বাজিমাত বিজেপির