নয়াদিল্লি: তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি। রবিবাসরীয় বিকেলে রাষ্ট্রপতি পাঠ করাবেন শপথ বাক্য। এক দশক বাদে শপথ নেবে শরিক-নির্ভর সরকার, NDA সরকার। যার দুই প্রধান স্তম্ভ নীতীশ কুমারের জেডিইউ আর চন্দ্রবাবু নায়ডুর টিডিপি। এই মুহূর্তে এই দুই দলের উপরই নির্ভর করছে সরকার গঠনের ভবিষ্যৎ। সেই বুঝেই নাকি নিজেদের দাবি কড়ায়গণ্ডায় বুঝে নিচ্ছেন তাঁরা। তবে অন্দরে মন্ত্রিত্ব নিয়ে কী দড়ি টানাটানি চলছে তা নিয়ে হাজারো জল্পনা থাকলেও সেন্ট্রাল হলে মেগা-বৈঠকে সব শরিকদেরই দেখা গেল হাসি মুখে। সর্বসমক্ষে নরেন্দ্র মোদির নেতৃত্বের উপর অগাধ ভরসা দেখালেন নায়ডু, নীতীশ উভয়ই । বললেন, মোদির নেতৃত্বেই আগামীর উন্নয়ন দেখছেন তাঁরা। আর তা শুনে হাসি চওড়া হল নরেন্দ্র মোদির।
এদিন বিহারের মুখ্যমন্ত্রী মোদির উপর পূর্ণ আস্থা রেখে বলেন, এবার বিহারের সমস্ত মুলতুবি থাকা কাজ করা হবে৷ এটা খুবই ভাল হল যে, আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আমরা সবাই আপনার সঙ্গে একসঙ্গে কাজ করব৷ 'প্রধানমন্ত্রী মোদি আপনি রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, আমি চেয়েছিলাম আপনি যখনই শপথ নেবেন, আমরা আপনার সঙ্গে থাকব...আপনার নেতৃত্বে আমরা সবাই একসঙ্গে কাজ করব। '
মোদির নেতৃত্বকে সমর্থন জানিয়ে টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডু বলেন, 'আমরা নিজেদের অভিনন্দন জানাই কারণ আমরা এবারের নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। নির্বাচনী প্রচারের সময়ে আমি প্রধানমন্ত্রী মোদিকে অক্লান্ত পরিশ্রম করতে দেখেছি। অটল দৃঢ়তা নিয়ে তিনি তিন মাস দিনরাত অক্লান্ত ভাবে প্রচার করে গিয়ছেন। অন্ধ্র প্রদেশে,পরপর জনসভা এবং বড় সমাবেশ আমাদের নির্বাচনী সাফল্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল'
সূত্রের খবর, এরপর বিকেল ৫টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে এনডিএ শিবির। সেখানে বিজেপি-সহ এনডিএ-র ২৯৩ জন সাংসদ সই সম্বলিত সমর্থনপত্র পেশ করবেন । রবিবার সন্ধে ছ'টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। এনডিএর সব শরিকদের নিয়ে আগামীদিনে পথ চলার প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদি। বললেন, '২০২৪-এর লোকসভা নির্বাচন সব দিক থেকেই এনডিএ-র মহাবিজয়'।
আরও পড়ুন :
আমন্ত্রণ তালিকায় চমক ! মোদির শপথগ্রহণে নেমন্তন্ন পেয়েছেন বহু সাফাইকর্মী থেকে নির্মাণকর্মী