নয়া দিল্লি : তৃতীয় মোদি সরকার গঠনের প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে শরিকদের সঙ্গে মন্ত্রিত্ব নিয়ে টানাপোড়েনের জল্পনার মধ্যেই NDA-র সংসদীয় দলের বৈঠকে জোটের নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদি। নায়ডু থেকে নীতীশ , প্রত্যেকেই অকুণ্ঠ সমর্থন জানালেন মোদিকে। জেডিউ প্রধান তো বললেন, যেখানে যেখানে এবার আসন হারিয়েছে এনডিএ, আগামী নির্বাচনে তাও ফিরে আসবে এনডিএতেই। আর মোদির কথায়, '২০২৪-এর লোকসভা নির্বাচন সব দিক থেকেই এনডিএ-র মহাবিজয়'। এরপর রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানাবে NDA শিবির।


শুক্রবার মোদির ভাষণ জুড়ে শুধুই এনডিএ। মোদি সরকার নয়, বারবার তাঁর গলায় শোনা গেল এনডিএ-র সংকল্পের কথা। বললেন, 'আমার সৌভাগ্য যে আপনারা সকলে সর্বসম্মতিক্রমে আমাকে নেতা নির্বাচিত করে এই গুরু দায়িত্ব দিয়েছেন। ২০১৯-এর পর আবার আমাকে এই দায়িত্ব দেওয়ার অর্থ আমাদের দুজনের মধ্যে বিশ্বাসের ভিত্তি মজবুত রয়েছে। '


এদিন মোদিন বললেন, 'সরকার কীভাবে কাজ করতে পারে সেটা আমরাই প্রথম বুঝিয়েছি। সরকারের সঙ্গে মানুষের সরাসরি সংযোগ তৈরি হয়েছে' এবার মোদির ভাষণে আগামী ৫ বছর নয়, সরাসরি আগামী ১০ বছরের পরিকল্পনা চিত্র দেখালেন মোদি। বললেন, 'আগামী দশ বছরে ভালো প্রশাসন, উন্নয়ন, মহিলাদের উন্নতি এগুলোই আমাদের লক্ষ্য। সংসদে যে কোনও দলের প্রতিনিধিই আমার কাছে সবার গুরুত্ব সমান। লোকসভা কিংবা রাজ্যসভার সব সদস্যের গুরুত্ব আমার কাছে সমান কারণ তাঁরা সবাই মানুষের আস্থাভাজন। তৃণমূল স্তর পর্যন্ত মানুষের কাছে পরিষেবা সবাই মিলে পৌঁছে দিতে হবে' 

এবার মোদি বারবার করে কৃতজ্ঞতা জানালেন তাঁর দক্ষিণ ভারতীয় শরিকদের। বললেন, 'দক্ষিণ ভারতে এবার এনডিএ নিজেদের জায়গা মজবুত করেছে। কর্ণাটক আর তেলঙ্গনাতেও আমাদের জায়গা শক্ত হয়েছে। তামিলনাড়ুর কার্যকর্তাদেরও আমি ধন্যবাদ জানাব। তামিলনাড়ুতে আমরা আসন পাইনি, কিন্তু ভবিষ্য়ত কী হতে চলেছে তা স্পষ্ট হয়ে গেছে' 


বিরোধীদের সাফল্যের উচ্ছ্বাসকে কটাক্ষ করে মোদি বললেন, ' ফল বেরনোর পর দুদিন এমনভাবে চলল যেন আমরা হেরে গেছি।  এনডিএ সবথেকে মজবুত জোট সরকার। কিন্তু এর গায়ে কালি লাগানোর সবরকম চেষ্টা হয়েছে। দেশের মানুষ জানে আমরা হারিনি, হারব না। কিন্তু জিতলেও আমরা উন্মাদ হয়ে যাইনি। আমরা পরাজিতদের কখনও উপহাসও করিনা' । কংগ্রেসের উল্লেখযোগ্যভাবে উন্নত ফলাফলের মধ্যেই মোদির কটাক্ষ, 'গত তিনটে নির্বাচনে কংগ্রেস মোট যত আসন পেয়েছে, আমরা এবারেই তার থেকে বেশি পেয়েছি'


আরও পড়ুন :


আমন্ত্রণ তালিকায় চমক ! মোদির শপথগ্রহণে নেমন্তন্ন পেয়েছেন বহু সাফাইকর্মী থেকে নির্মাণকর্মী