নয়াদিল্লি: শনিবার নয়, রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। বুধবার দিল্লিতে NDA জোটের বৈঠকের পর জানা যায়, শনিবার শপথ নিতে চলেছেন মোদি। কিন্তু বৃহস্পতিবার বিকেল পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী রবিবার, ৯ জুন, সন্ধে ৬টায় শপথ নেবেন তিনি। জওহরলাল নেহরুর পর মোদিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন। (Narendra Modi Oath Ceremony)
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। এর পর বুধবার বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তাঁর হাতে পদত্যাগপত্র তুলে দেন মোদি। মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। পরবর্তী সরকার গঠিন না হওয়া পর্যন্ত মোদিকেই দায়িত্ব পালন করতে অনুরোধ জানান। এর পর NDA-র বৈঠকে যোগ দেন মোদি, যেখানে তাঁর নেতৃত্বে সরকার গঠনের প্রস্তাব মেনে নয় সব শরিক দলই। (Lok Sabha Elections 2024)
অন্য দিকে, আগামী ১২ জুন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তেলুগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নায়ডু। মোদির শপথগ্রহণ অনুষ্ঠান একদিন পিছনোর ফলেই চন্দ্রবাবু শপথের দিন পিছোলেন। মোদির তৃতীয় শপথগ্রহণ অনুষ্ঠানও জাঁকজমকপূর্ণ হতে চলেছে বলে দিল্লি সূত্রে খবর। তবে এবারে মোদির শপথ অনুষ্ঠানে পড়শি দেশগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Mathura Loksabha Elections 2024 Result: অযোধ্যা মুখ ফেরালেও, ব্রজভূমে বিজেপি-র মান রাখলেন হেমা
এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘেের সঙ্গে ফোনে কথা হয়েছে মোদির। বিক্রমসিঙ্ঘেকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। মোদিকে ফোনে রনিল অভিনন্দনও জানিয়েছেন বলে খবর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও ফোনে কথা হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন হাসিনা। শুক্রবার দিল্লি এসে পৌঁছতে পারেন তিনি। রনিলও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।
এর পাশাপাশি, নেপাল ও ভুটানের রাষ্ট্রপ্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে শপথগ্রহণে অংশ নেওয়ার জন্য। সৌদি আরব, সংযুক্ত আমিরশাহি এবং মধ্য এশিয়ার দেশগুলিতেও আমন্ত্রণপত্র পাঠানোর তোড়জোড় চলছে বলে খবর। তৃতীয় দফার জন্য ইতিমধ্যেই মোদিকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইজরায়েল, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, মায়ানমার, ইরান, মালয়েশিয়া, স্পেন, ইউক্রেন, সিঙ্গাপুর থেকেও অভিনন্দনবার্তা এসেছে মোদির জন্য। চিনও শুভেচ্ছা জানিয়েছে মোদিকে। দ্বিপাক্ষিক সম্পর্কে ইদানীং কালে টানাপোড়েন দেখা গেলেও, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুও মোদিকে অভিনন্দন জানিয়েছেন।