নয়াদিল্লি : দুইবারের কেন্দ্রীয়মন্ত্রী নির্মলা সীতারমণ ( Nirmala Sitharaman Takes Oath) ফের শামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্যাবিনেটে। অর্থাৎ, টানা তিনবার তাঁর মোদি-মন্ত্রিসভায় প্রবেশ। গত মন্ত্রিসভায় তিনি অর্থ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। ৬৪ বছরের এই রাজনীতিক ২০১৪ সালে প্রথমবার মোদি ক্যাবনেটে ঢুকে পড়েন। সেবার অবশ্য তিনি শিল্প ও বাণিজ্য মন্ত্রক সামলেছিলেন। ২০১৭ সালে তাঁকে প্রতিরক্ষামন্ত্রী করা হয়।


২০১৯ সালে লোকসভা ভোটের পর তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ হয়ে পড়লে, সীতারমণ দেশের প্রথম মহিলা হিসাবে পূর্ণ সময়ের জন্য অর্থ মন্ত্রকের দায়িত্ব পান। তাঁর আগে দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন স্বল্প সময়ের জন্য অতিরিক্ত দায়িত্ব হিসাবে অর্থ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন ইন্দিরা গান্ধী।  


এছাড়া ইন্দিরা গান্ধীর পর তিনিই দ্বিতীয় মহিলা যিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রক সামলেছেন। ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ওই দায়িত্বে ছিলেন তিনি। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। এর পাশাপাশি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যত বাণিজ্য ও শিল্প মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন। বাণিজ্য সমঝোতা ও দেশের ব্যবসা করা যাতে সহজ হয় সেই সংক্রান্ত দায়িত্ব মোদি সরকারে অন্তর্ভুক্ত থাকাকালীন সামলেছেন।


তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন আরও ৭১ জন মন্ত্রী। মোদি মন্ত্রিসভায় ফের জায়গা করে নিলেন রাজনাথ সিংহ, অমিত শাহ, জে পি নাড্ডা, নিতিন গডকড়ী, নির্মলা সীতারমণরা। শপথ নিলেন শিবরাজ সিংহ চৌহান, পীযূষ গোয়েল। মোদি মন্ত্রিসভায় চলে এলেন এইচ ডি কুমারস্বামী (জেডিএস), ধর্মেন্দ্র প্রধান। শপথ নিলেন জিতনরাম মাঝি (এইচএএম), রাজীব রঞ্জন সিংহ (জেডিইউ), সর্বানন্দ সোনওয়াল, বীরেন্দ্র কুমার, প্রহ্লাদ জোশী। মোদি মন্ত্রিসভায় কিঞ্জারাপ্পু রামমোহন নায়ডু (টিডিপি)। শপথ নিলেন জুয়েল ওঁরাও, গিরিরাজ সিংহ, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিংহ শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, হরদীপ সিংহ পুরী, মনসুখ মাণ্ডব্য, চিরাগ পাসোয়ান (এলজেপি), সি আর পাতিল, রাও ইন্দ্রজিৎ সিংহ, জিতেন্দ্র সিংহ, অর্জুনরাম মেঘওয়াল। এদিকে বাংলা থেকে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় জায়গা পেলেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। দু'-জনকেই প্রতিমন্ত্রী করা হয়েছে। তৃতীয় মোদি সরকারেও ক্যাবিনেট মন্ত্রী-বিহীন বাংলা। এনিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল এবং সিপিএম।