হুসেনাবাদ: ক্ষমতায় এলে রাজ্যকে নকশাল মুক্ত করা হবে, ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে এসে এমনটাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। পালামৌ কেন্দ্রের বিজেপি সাংসদ ভি ডি রাম-এর হয়ে প্রচারে এসে ২০২৩ সালের মধ্যে দেশ থেকে নকশালদের মুছে ফেলার ডাক দিলেন রাজনাথ। তিনি বলেন, সন্ত্রাসবাদী ও বিদ্রোহীরা দেশের নিরাপত্তার পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, যা উন্নয়নের গতি রোধ করতে পারে। ইতিমধ্যেই ঝাড়খণ্ড থেকে নকশালদের নির্মূল করা গেছে বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
‘বিরোধী শিবিরে এমন কোনও নেতা নেই যিনি নরেন্দ্র মোদির সমকক্ষ, অন্য নেতারা ওঁর কাছে বামন ’, এভাবেই বিরোধী শিবিরের প্রতি আক্রমণ শাণালেন রাজনাথ।
উজ্জ্বলা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জন ধন যোজনার মতো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলির উল্লেখ করে রাজনাথ বলেন, ২০২২ এর মধ্যে দেশে উন্নয়নের ঢল আনতে বদ্ধপরিকর বিজেপি। নির্বাচনী ইস্তাহারই তার প্রমাণ।
এর পাশাপাশি বালাকোটে এয়ারস্ট্রাইকের পর বিরোধী শিবিরের প্রতিক্রিয়া নিয়েও ব্যঙ্গ করেন রাজনাথ।
২০২৩ সালের মধ্যে দেশ থেকে নকশালরা মুছে যাবে, ঝাড়খণ্ডে নির্বাচনী সভায় বললেন রাজনাথ
web desk, ABP Ananda
Updated at:
23 Apr 2019 04:19 PM (IST)
২০২৩ সালের মধ্যে দেশ থেকে নকশালদের মুছে ফেলার ডাক দিলেন রাজনাথ। তিনি বলেন, সন্ত্রাসবাদী ও বিদ্রোহীরা দেশের নিরাপত্তার পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, যা উন্নয়নের গতি রোধ করতে পারে।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -