গতকাল হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বেমুরাই তুলসীরাম, এস আর নাগরাজ, কে জি হনুমনথারায়াপ্পা ও এম রঙ্গাপ্পা নামে চার ভারতীয়র মৃত্যু হয়েছে। এর আগে রবিবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে জানান, কে এম লক্ষ্মীনারায়ণ, নারায়ণ চন্দ্রশেখর ও লক্ষ্মণ গৌড়া রমেশ নামে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। রবিবারই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, পি এস রাসিনা নামে কেরলের এক বাসিন্দারও মৃত্যু হয়েছে।
শ্রীলঙ্কায় এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আজ নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রীলঙ্কায় তিন মিনিট নীরবতা পালন করা হয়। এখনও পর্যন্ত এই বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।