কলকাতা: মনোনয়ন নিয়ে অশান্তির অভিযোগ ওড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি অশান্তি নিয়ে বিরোধীদের নিশানাও করলেন তৃণমূল নেত্রী।
৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। শেষ হয়েছে মনোনয়ন পর্ব। বোমা-গুলির লড়াই। খুনোখুনি, রক্তপাত। মনোনয়ন-পর্বের শুরু থেকে শেষ দেখা গিয়েছে একই ছবি। দিকে দিকে অশান্তির আবহে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় বিরোধীরা। তাঁর দাবি শান্তির পরিবেশ রয়েছে বাংলায়। শুধু তাই নয়, মনোনয়ন শান্তিপূর্ণ বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কোনও রাজ্যে শান্তিতে কেউ এত নমিনেশন জমা দিতে পারেনি। বাংলায় মানুষ শান্তিতে আছে। আমাদের দলের কর্মী খুন হয়েছে। সিপিএমের সময় শ্মশানের শান্তি, কংগ্রেস শাসিত রাজ্যে কী হয় ?' মনোনয়নে অশান্তি নিয়ে বিরোধীদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট নিয়েও সরব মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, “মাত্র ২টি বুথে গন্ডগোল, তার জন্য ঢাল-তরোয়াল নিয়ে চলে এল। মা-বোনেরা জোট বাঁঝুন, ভয় পাবেন না। লাঠি নিয়ে এলে আলুভাজা করে খাইয়ে দেবেন। বাংলাজুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে। মণিপুরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে কী লাভ হয়েছে? ২০১৩-এ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল, ৩৯ জন মারা গিয়েছিলেন। শীতলকুচিতে ৪ জনকে গুলি করে মেরেছিল কেন্দ্রীয় বাহিনী। গতকালও কোচবিহারে এক যুবককে গুলি করে মেরে দিয়েছে' কাকদ্বীপের সভা থেকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এদিন নাম না করে নৌশাদকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। "ভাঙড়ের ঘটনায় তৃণমূলের কোনও হাত নেই। বাংলাকে বদনাম করার চেষ্টা, বিজেপি অপদার্থ দল। সিপিএম যখন ক্ষমতায় ছিল, তখন শুধু মানুষ মেরেছে। বিজেপির থেকে টাকা নিতে হবে, মানুষের প্রাণ কেড়ে নিতে হবে। একজন বিধায়কের বড় বড় কথা।'' পাল্টা নৌশাদ সিদ্দিকি বলেন, "সৎ সাহস থাকলে বলুন কে টাকা নিয়েছে? আমাদের সঙ্গে পারছেন না বলে বিজেপি যোগের অভিযোগ করছেন। সুব্রহ্মণ্যম স্বামীকে নবান্নে মালা পরিয়ে স্বাগত জানাতে পারেন। নৌশাদ সিদ্দিকিকে দেখা করার সময়টুকু দেন না। তাহলে কার সঙ্গে বিজেপির যোগ, সবাই বুঝতে পারছে,'' পাল্টা নৌশাদ।
আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?