মধ্যপ্রদেশের গুনা-শিবপুরী কেন্দ্র থেকে পঞ্চমবার লড়াই করছেন জ্যোতিরাদিত্য। এবারের নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার মতে, ফের ইউপিএ সরকার গড়বে কংগ্রেস। জোট হিসেবে আমাদের জয়ের বিষয়ে আমি আশাবাদী। নরেন্দ্র মোদি সরকার গত পাঁচ বছরে যে অন্যায় করেছে, তার জবাব দেওয়ার অপেক্ষায় দেশের মানুষ। আমার দৃঢ় বিশ্বাস, ইউপিএ শক্তিশালী জোট সরকার গড়তে পারবে।’
জ্যোতিরাদিত্য আরও বলেছেন, ‘বিজেপি-র আর্থিক বৃদ্ধি, উন্নয়ন নিয়ে কিছু বলার নেই। সেই কারণেই জাতীয়তাবাদের কথা বলছে। গত পাঁচ বছরের শাসন নিয়ে কিছু বলতে পারছে না বিজেপি। এর আগে ওরা যখন ক্ষমতায় ছিল, তখন ‘ইন্ডিয়া শাইনিং’-এর কথা বলেছিল। ভারতের জন্য ‘শাইনিং’ ছিল না, শুধু বিজেপি-র জন্যই ছিল। এবার অল্প কয়েকজনের জন্যই ‘অচ্ছে দিন’ দেখা যাচ্ছে। বিজেপি-র সাধারণ কর্মী, এমনকী সাংসদদেরও ‘অচ্ছে দিন’ আসেনি। ২৩ মে ফল প্রকাশিত হবে। আমি আশাবাদী, দেশের মানুষ কংগ্রেসের ‘ন্যায়’ প্রকল্পের ধারণা বুঝতে পারবেন।’