পাটনের জনসভায় অভিনন্দন বর্তমানের নাম উল্লেখ, মোদির বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ খারিজ
Web Desk, ABP Ananda | 04 May 2019 09:03 PM (IST)
গত ২১ এপ্রিল পাটনের জনসভায় মোদি দাবি করেন, অভিনন্দনকে নিরাপদে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করেছিল কেন্দ্রীয় সরকার।
নয়াদিল্লি: গুজরাতের পাটনের জনসভায় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের নাম উল্লেখ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও, সেই অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন। এই নিয়ে ষষ্ঠবার মোদির বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ খারিজ করে দিল কমিশন। গত ২১ এপ্রিল পাটনের জনসভায় মোদি দাবি করেন, অভিনন্দনকে নিরাপদে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করেছিল কেন্দ্রীয় সরকার। অভিনন্দনকে মুক্তি না দিলে পাকিস্তানকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিল ভারত। নির্বাচন কমিশন জানিয়েছিল, এবারের লোকসভা ভোটের প্রচারে সেনাবাহিনীর কথা উল্লেখ করা যাবে না। মোদির বিরুদ্ধে সেই নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ ওঠে। যদিও ফের ক্লিনচিট পেয়ে গেলেন প্রধানমন্ত্রী।