আবীর দত্ত ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কোচবিহার : ভোট না প্রহসন ! বেলাগাম সন্ত্রাস থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে ভোট লুঠ। প্রাণ বাঁচাতে টেবিলের নিচে আশ্রয় নেওয়া থেকে দুষ্কৃতীদের তাড়া করার পর ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে ভাঙচুর। জল ঢেলে যাবতীয় ভোট নষ্ট তো কোথাও বাঁশ দিয়ে মেরে ব্যালট ভেঙে মাঝ রাস্তায় ফেলে যাবতীয় কাগজে আগুন ধরিয়ে দেওয়া ! হ্যাঁ। গ্রাম বাংলা দখলের ভোটচিত্র ঠিক এমনটাই। ঘটনাস্থল, বলা ভাল ঘটনার ঘনঘটার হটস্পট কোচবিহারের দিনহাটা।
পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ঘিরে কার্যত অগ্নিগর্ভ হয়ে রইল দিনহাটা। প্রিসাইডিং অফিসার ও বিরোধী প্রার্থীর মাথায় বন্দুক তাক করে যেখানে চলেছে অবাধ ভোট লুঠ। যদিও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দেখেই চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাজ্যের শাসকদলের আশ্রিত দৃষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলিও চালিয়েছে বলে অভিযোগ। যদিও পরিস্থিতি খানিকটা ঠিক হতেই ব্যালট বাক্সে জল ঢেলে দিয়ে পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন বিরোধীরা।
দিনহাটার একাধিক জায়গাতেই প্রতিবাদের নামে বিজেপি কর্মী-সমর্থকদের ব্যালট বাক্স ভাঙচুর থেকে তাতে জল ঢেলে দেওয়া, এমনকি প্রকাশ্য রাস্তায় ব্যালট বের করে এনে তাতে আগুন লাগিয়ে দেওয়ারও ঘটনা ঘটাতে দেখা গিয়েছে। রাস্তায় ব্যালট বাক্স বের করে এনে বাঁশ দিয়ে পিটিয়ে তা ভেঙে ফেলার পর যাবতীয় কাগজ বের করে এনে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। মাঝরাস্তায় দাঁড়িয়ে বাঁশ হাত বিজেপি কর্মী-সমর্থকদের যা নিয়ে বক্তব্য ছিল, তৃণমূলের দুষ্কৃতীরা ছাপ্পা ভোট মেরেছে, তাই ব্যালট পুড়িয়ে দেওয়ার কাজ চলছে।
এদিকে, দিনহাটার অচিনতলায় ১৮০ ও ১৮১ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বুথ ভাঙচুর, ব্যালট বক্সে আগুন, বেনজির ভোট সন্ত্রাসের সাক্ষী হতে হয় বাংলাকে। পাল্টা তৃণমূল কর্মীদের তাড়া করেন বিজেপি কর্মীরা। প্রাণভয়ে সন্তানকে নিয়ে খাটের নিচে লুকোলেন তৃণমূল কর্মী।
কোচবিহারের দিনহাটার ভিলেজ ওয়ান গ্রাম পঞ্চায়েতে চলল গুলি। কালীরপাট স্কুলে গুলি চালানো হল ২ বিজেপি (BJP ) কর্মীর উপর। আহত দুই বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্দল প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুলিবিদ্ধ পুঁটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী ভোলা বর্মনকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পেটে গুলি লাগে। নির্দল প্রার্থীর এক অনুগামীর মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি, আরেক সমর্থকের হাত ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন