পার্থপ্রতিম ঘোষ, মুর্শিদাবাদ : প্রিসাইডিং অফিসার থেকে সেক্টর অফিসার, বঙ্গের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) হুমকির হাত থেকে রেহাই নেই কারোর। শাসকদলের ভয়ে খোদ সেক্টর অফিসার রাতের অন্ধকারে ব্যালট তৃণমূলের বাহিনীর হাতে তুলে দিয়েছেন ! এমনই অভিযোগ করলেন খোদ প্রিসাইডিং অফিসার। যা নিয়ে রীতিমতো শোরগোল মুর্শিদাবাদের নিমতিতায়। গন্ডগোলের মাঝে ব্যালট বাক্সের হিসেব না মেলায় তাতে জল ঢেলে দিয়ে ভোটই ভন্ডুল করে দিলেন বিরোধী বিজেপি (BJP) প্রার্থী !
চাপের মুখে বাধ্য হয়ে ব্যালট নিজে তৃণমূল (TMC) প্রার্থীর লোক পরিচয় দিয়ে আসা লোকজনের হাতে তুলে দিতে বাধ্য হয়েছেন বলেই অভিযোগ করলেন প্রিসাইডিং অফিসার (Presiding Officer)। রাতের অন্ধকারে যে ঘটনা ঘটেছে বলেই দাবি তাঁর। যে মুহূর্তে তাঁকে শাসানো হচ্ছে, তখন সেখানে কোনও পুলিশ বাহিনী হাজির ছিল না বলেও অভিযোগ করেছেন তিনি। যারপর রাতে কেন্দ্রীয় বাহিনী আসার পর সকালে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরুর বাকি প্রক্রিয়ায় চলছিল। কিন্তু ব্যালট গুণে না মেলায় বাঁঝে ধুন্ধুমার।
সামশেরগঞ্জের নিমতিতার ২৩৫ নম্বর বুথে পঞ্চগ্রাম আইএসএ হাইস্কুলের ঘটনা। যেখানে রাতের অন্ধকারে শ'খানেক ব্যালট তৃণমূল প্রার্থীর লোক পরিচয় দিয়ে আসা দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে গেছে বলেই অভিযোগ করেন প্রিসাইডিং অফিসার। গোটা ঘটনা তিনি সেখানকার সেক্টর অফিসারকে জানালেও কোনও কাজ না হওয়ায় আশঙ্কা সঙ্গী করেই ব্যালট চুরির বিষয়টি নিয়ে মুখে কুলপ এঁটে ভোটশুরুর প্রক্রিয়া তিনি চালিয়ে গেছেন বলেই অভিযোগ করেন সেই প্রিসাইডিং অফিসার। যদিও ব্যালটের হিসেব না মেলায় ভোটগ্রহণ সকাল থেকে বন্ধ ছিল। তারপর সেখানে ব্যালটে জল ঢেলে দেন বিজেপি প্রার্থী।
সেই স্কুলেরই পাশের বুথ ২৩৪ নম্বরে গিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলে জানা গেল আরও এক ভয়াবহ ছবি। তাঁর অভিযোগ, তিনি ও সেক্টর অফিসার দু'জনেই পড়েছিলেন হুমকির মুখে। রাতে সেক্টর অফিসার তাঁকে ৫০ টি ব্যালট সরিয়ে রাখার কথা বলেছিলেন। তিনি তেমনটা না করায় খোদ সেক্টর অফিসার এসে ২০-টির মতো ব্যালট পেপার নিয়ে শাসকদলের কর্মীদের হাতে তুলে দিতে বাধ্য হন বলেও অভিযোগ করেন সেই প্রিসাইডিং অফিসার !
আরও পড়ুন- ব্যালট বাক্স ভেঙে চুরমার, মাঠে গড়াগড়ি দিনহাটায়, পুলিশের উত্তর 'বলতে পারব না'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial