অর্ণব মুখোপাধ্য়ায়, মলয় চক্রবর্তী ও প্রদ্য়োৎ সরকার, কলকাতা: রাজ্যপালকে ফের বেনজির আক্রমণে মদন-কল্যাণ। মূলত পঞ্চায়েত ভোটের আগে একাধিকবার বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে এসেছে। এবার ফের ফিরল সেই একই দৃশ্য।
'... গঙ্গা জলে ধোয়া উচিত'
'পিস হাউসের নামে রাজ্যপাল হিংসা ছড়াচ্ছেন, নিজের বাড়িকে অপবিত্র করে তুলছেন। ভোটের রেজাল্ট বেরোনোর পর রাজ্যপালের বাড়িকে গঙ্গা জলে ধোয়া উচিত আমাদের। রাজ্যপাল ও কেন্দ্রীয় বাহিনী শেষ কথা বলবে না। আগেরবারের স্লোগান ছিল খেলা শুরু, এবারের স্লোগান খেলা শেষ', হুঙ্কার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। 'পঞ্চায়েত ভোটে বিজেপির বড় প্রচারক রাজ্যপাল সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের রাজ্যপালের মতো সংবিধান-ঘাতক একজনকেও পাবেন না', লাগামহীন আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
রাজ্য়পালকে নিশানা করল তৃণমূল এবং সিপিএম
পঞ্চায়েত ভোটের আগে, একইদিনে রাজ্য়পালকে নিশানা করল তৃণমূল এবং সিপিএম। ভোট-হিংসার আবহে গ্রাউন্ড জিরোয় পৌঁছে, রাজ্য়পাল যখন কড়া বার্তা দিচ্ছেন, তখন সি ভি আনন্দ বোসকেই পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। যদিও, এইসবের মধ্য়ে আঁতাঁত দেখছে সিপিএম। তাদের দাবি, তৃণমূল-বিজেপি যোগসাজশের অংশ রাজ্য়পাল। আর প্রত্য়াশিতভাবে এই বিতর্কে রাজ্য়পালের পাশে দাঁড়িয়েছে বিজেপি।
সুর চড়াল সিপিএম
পঞ্চায়েত ভোটের আগে রাজ্য়পালের এসব পদক্ষেপ নিয়ে তৃণমূল তো সরব ছিলই। এবার রাজ্য়পালের ভূমিকা নিয়ে সুর চড়াল সিপিএম-ও।তৃণমূল-সিপিএমের নিশানায় রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। রাজ্য়পালের একের পর এক পদক্ষেপ নিয়ে সোমবারই রাজ্য় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। যেখানে সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে এক্তিয়ার বহির্ভূত কাজ এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে। এই আবহে মঙ্গলবার। রাজ্য়পালকে ফের কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
রাজ্য়পালকে নিশানা
মদন মিত্র বলেছেন,' ভোটের পর কর্পোরেশন থেকে জল ছিটিয়ে রাজভবনটা পরিষ্কার করতে হবে।' তৃণমূল যখন রাজ্য়পালকে এভাবে নিশানা করছে, তখন সিপিএম আবার গোটাটার মধ্য়ে আঁতাঁতের ছায়া দেখতে পাচ্ছে। সিপিএম রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম বলেন, পকেটমারদের দল থাকে। একজন ধরা পড়লে অন্য়রা মারুন মারুন বলে বার করে নিয়ে যায়। এটাও তৃণমূল-বিজেপির অ্য়ালায়েন্স। রাজ্য়পাল পকেটমার টিমের সদস্য়।