সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আরাবুল হাকিমুলের পর এবার বিরোধীদের বাড়িতে প্রচারে গিয়ে দলের হয়ে ক্ষমা চাইলেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস প্রার্থী শুকুর আলি।নিজের দলের কেউ যদি কোনও অন্যায় কাজ করে থাকে, তার জন্য ক্ষমাও চেয়ে নিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।


পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে সংঘর্ষ,হানাহানি ও মৃত্যু। গত কয়েকদিন আগে ভাঙ্গরের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল ইসলাম ভোটপ্রচারে গিয়ে সাধারণ মানুষের কাছে দলের হয়ে ক্ষমা চেয়েছিলেন। আর সেই ঘটনার পুনরাবৃত্তি করলেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস প্রার্থী শুকুর আলি।পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে শুকুর আলি বিরোধীদল সিপিআইএম প্রার্থীর বাড়িতে গিয়ে তৃণমূলের হয়ে ভোট চাইলেন। 


তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন সিপিএম প্রার্থীর স্বামী। সিপিএম প্রার্থীর স্বামী অভিযোগ করেন, গত ১ সপ্তাহ আগে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালায় ভাঙচুর করে। সেই কথা শোনেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শুকুর আলী। তৃণমূল প্রার্থী আশ্বাস দেন আগামীদিনে এই ধরনের ঘটনা যদি দলের কোনও কর্মী ঘটায়, তার জন্য তিনি ক্ষমা চেয়ে যাবেন। শাসক দলের প্রার্থীর এই ধরনের আশ্বাসের পর যথেষ্টই খুশি বিরোধীদলের প্রার্থীর পরিবার।পঞ্চায়েত নির্বাচনের আগে ফের দেখা গেল শাসকদলের নেতার সৌজন্যমূলক সাক্ষাৎ ও ক্ষমা চাওয়ার ঘটনা।


 পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর, রাজ্যের ক্রমাগত হিংসার ঘটনা বেড়েই চলেছে। একুশের ছায়া ফিরেছে তেইশেও। প্রায় প্রতিটাদিনই জেলায় জেলায় হামলার খবর উঠে আসছে। সেই তালিকায় শুধু রাজনৈতিক কর্মীরাই নন, আক্রান্তর তালিকায় নাম উঠেছে মর্মান্তিকভাবে পরিবারগুলিরও। একসময় একুশের ভোটের পর রাজ্যজুডে় একের পর এক হিংসার ঘটনা উঠে এসেছিল। যার মধ্যে অন্যতম অভিযোগ, অসংখ্য বিজেপি কর্মীরা ঘর ছাড়তে বাধ্য হয়েছিল।


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 


ভোট পরবর্তী হিংসার মামলায় আদালত এর পর তদন্তের নির্দেশ দিয়েছিল। কিন্তু একুশের পর এযাবৎকালে রাজ্যে যতগুলি নির্বাচন হয়েছে, তার প্রায় অধিকাংশেই বিপুল পরিমাণে জয় এসেছে শাসকদলের। কিন্তু অশান্তি থামেনি। কখনও হাওড়া-পার্কসার্কাস ইস্যু। রাজ্যপালের কড়া বার্তার পরেও  এবার ফের পঞ্চায়েত ভোটের আগে সেই অশান্তি উসকেই বাড়ল হিংসার বহর।