সোমনাথ মিত্র, সিঙ্গুর: হুগলির সিঙ্গুরে (Singur) প্রার্থীদের নিয়ে প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। গ্রামবাসীদের অভিযোগ, তারা একাধিক সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। শুধুমাত্র ভোটের সময় এলাকায় কেন এসেছেন? লকেটের পাল্টা দাবি, তৃণমূল সরকারের আমলে বিজেপির জনপ্রতিনিধিরা কাজ করতে পারছেন না। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।


গ্রামবাসীদের প্রশ্নের মুখে: শুধু ভোটের সময় এলাকায় কেন? বিজেপি প্রার্থীদের নিয়ে প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন লকেট চট্টোপাধ্যায়। রবিবার সিঙগুরের আথালিয়ায় প্রার্থীদের নিয়ে প্রচারে যান বিজেপি সাংসদ।তাঁকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, আবাস যোজনা থেকে শুরু করে বার্ধক্য ভাতা। একাধিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত তাঁরা। বিজেপি সাংসদ বলেন, “ক্ষোভটা হচ্ছে এখানে কোন উন্নয়ন হয়নি বলে। এবং এখানে একটা লাইট লাগানোর জন্য অনেক লড়াই করতে হয়, গ্ৰামবাসীরা তার জানে না। তৃণমূল সরকারের হাত দিয়ে কেন্দ্রের টাকা আসে। তাদের বুঝিয়েছি। আমাদের সরকার না এলে আমরা কাজ করতে পারব না।’’

ভোট যায় ভোট আসে, কিন্তু সাধারণ মানুষ প্রতিশ্রুতি পেয়ে আশাপূরণের দিন গোনে। পঞ্চায়েত ভোটের আবহে সিঙ্গুরের আথালিয়া গ্রামের মানুষ সরব হলেন নিজেদের অধিকার নিয়ে। আর এই ঘটনা সামনে আসতেই বিজেপি সাংসদকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। সিঙ্গুরে তৃণমূলের ব্লক সভাপতি গোবিন্দ ধাড়া বলেন, “লোকসভা ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু দু-একটা লাইট ছাড়া কোনটাই তিনি কার্যকারী করেননি। তৃণমূল সদস্যরা কাজ করেনি এ কথা কেউ বলতে পারবে না উন্নয়ন যথেষ্টই হয়েছে।''


এদিকে টাটারা বিদায় নেওয়ার পর ১৫ বছর পার। ২০২৩ এর পঞ্চায়েত ভোটের আগেও সিঙ্গুরের গলায় সেদিনের আক্ষেপ স্পষ্ট। শিল্পের প্রশ্নে সিঙ্গুরে মিলেমিশে একাকার প্রায় সব রাজনৈতিক দল। অসম্পূর্ণই রয়ে গেল দ্য সিঙ্গুর স্টোরি। যতবার ভোট আসে, ততবার অপ্রাপ্তির আক্ষেপ ঝড়ে পড়ে সিঙ্গুরের গলায়। সিপিএম প্রার্থী সঞ্চিতা দেশমুখ বলছেন, “কারখানা হওয়া দরকার ছিল যুবকরা চাকরি পেত।’’ বিজেপি প্রার্থী মনীষা পাল বলছেন, “কত লোকের সুবিধা হতো। কত বেকার যুবকের চাকরি হত। সব স্বপ্ন ওরা শেষ করে দিল।’’                         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?