অরিন্দম সেন, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ারে পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) তৃণমূলকে হারাতে বিরোধী ঐক্য ! বিজেপি-সিপিএম-কংগ্রেসের পতাকা নিয়ে একসঙ্গে মিছিল ! আলিপুরদুয়ারের (Alipuduar) বিবেকানন্দ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এমনই নজিরবিহীন ছবি সামনে এসেছে।
সেখানে ১৫৪ নম্বর বুথে প্রার্থীই দেয়নি কোনও বিরোধী দল। বদলে নির্দল প্রার্থী বিউটি নাগকে সমর্থন করছে বিজেপি (BJP)-সিপিএম (CPM)-কংগ্রেস (Congress)। চলছে নির্দল প্রার্থীর হয়ে প্রচার। এলাকার অনুন্নয়নকে সামনে রেখেই জোটবদ্ধ হয়েছেন বলে দাবি বিরোধীদের। এদের সঙ্গে মানুষ নেই, উন্নয়নের জন্য তৃণমূলকেই প্রয়োজন, দাবি শাসকদলের প্রার্থীর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঘাসফুল শিবিরের তরফে বারবার রাজ্যের বিরোধী দলগুলির জোট বেঁধে শাসকের বিরুদ্ধে লড়াই করছে বলেই অভিযোগ শানিয়েছেন। যদিও বিরোধী শিবিরের পক্ষ থেকে বারবার সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।
বাম-কংগ্রেসের তরফে জোট করে রাজ্যের সব জায়গায় তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেও গ্রাম বাংলার ভোটে অবশ্য আসনরক্ষার পথে হাঁটেনি তারা। তবে বাম-কংগ্রেস ও আইএসএফ একসঙ্গে জায়গা ভিত্তিতে প্রচার চালাচ্ছে। যদিও বিজেপি আলাদা একক শক্তিতে লড়াই করছে তৃণমূলের মতোই। এরমাঝেই আলিপুরদুয়ারের যে ছবি আপাতত আলোচনার কেন্দ্রে।
আরও পড়ুন- জেলা পরিষদে কোথাও কি ভাল ফল করতে পারবে বিরোধীরা? কী বলছে C-Voter এর সমীক্ষা ?
এদিকে, ভাঙড়ে এবার মিছিল করল ISF এবং সিপিএম। ভাঙড় ২ নম্বর ব্লকের কাঠালবেড়িয়া থেকে আবাদপাড়া পর্যন্ত যৌথ মিছিল করা হয়। মিছিলে ছিলেন ISF এবং সিপিএমের প্রার্থীরা। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে উত্তপ্ত হয়েছিল ভাঙড় (Bhangar)। গোলাগুলি থেকে মুহুর্মুহু বোমাবাজি, বাদ যায়নি কিছুই। রক্ত ঝরেছিল। খুন হয়েছিলেন ২ তৃণমূল কর্মী ও ১ ISF কর্মী।
প্রসঙ্গত, ভাঙড়ের বামনঘাটায় দলীয় কর্মিসভায় ভাঙড়বাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম। সভাতে তখন উপস্থিত ছিলেন আরাবুলও। সেই ভাঙড়েই এবার শক্তি-প্রদর্শন করল ISF এবং সিপিএম। মনোনয়নপর্বে যেভাবে রক্তাক্ত হয়েছিল ভাঙড়, এখন পঞ্চায়েত নির্বাচনের দিন কী হয়, সেদিকেই তাকিয়ে সকলে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন